in বাংলা, , রাজনীতি,

আইএসএফের সঙ্গে বাম কংগ্রেসের জোট এর সম্ভাবনা

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য মঙ্গলবারই আসন সমঝোতা চূড়ান্ত করেছে বাম – কংগ্রেস। তবে আইএসএফ-সহ অন্য কয়েকটি দল জোটে সামিল হতে চাওয়ায় সমঝোতার সমীকরণ ঘোষণা করেনি তারা। সূত্রের খবর, নির্বাচনে ১৮৪টি আসন গিয়েছে বামেদের ভাগে। বাকি ১১০টিতে লড়বে কংগ্রেস। তবে শেষ পর্যন্ত কে কতগুলি আসনে লড়বে তা জানা যাবে বাকি দলগুলির সঙ্গে কথা হওয়ার পরই। মঙ্গলবার দুপুরে আলিমুদ্দিন স্ট্রিটে বাম ও কংগ্রেস নেতাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। সেই আলোচনায় চূড়ান্ত হয় রফাসূত্র। তবে আব্বাস সিদ্দির ISF-এর সঙ্গে আলোচনায় চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না হওয়ায় এদিন আনুষ্ঠানিকভাবে কে কত আসনে লড়বে তা জানায়নি বাম ও কংগ্রেস। তবে অধীর চৌধুরী দাবি করে ভোটে লড়াই হবে ত্রিমুখী।মঙ্গলবার বিকেলে যৌথ সাংবাদিক বৈঠকে আসন রফা সম্পূর্ণ হওয়ার কথা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম‍্যান বিমান বসু ও প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বিমান বলেন, ‘বাম, শরিক দল, জাতীয় কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে সামগ্রিক বোঝাপড়ার ভিত্তিতে বিধানসভার নির্বাচনে আমরা লড়াই করব।’অধীর বলেন, ‘আজকেও নির্বাচনী জোটের বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গে কায়েমী স্বার্থ, স্বৈরাচারী শক্তি কখনওই চাইছিল না বাম-কংগ্রেসের এই জোট হোক। আসন সমঝোতা নিষ্পত্তি হয়েছে। কে কত আসন পেলাম, তা এখনই বলব না। তার একটাই কারণ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট-এর সামনে আসা। যা নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। তাদের জন্য আমাদের কিছুটা জায়গা ছেড়ে রাখতে হচ্ছে।’

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দুরন্ত জয়ে সিরিজে সমতা ফেরালো ভারত