in খেলা, ,

দুরন্ত জয়ে সিরিজে সমতা ফেরালো ভারত

চেন্নাই: অস্ট্রেলিয়ার সিরিজের পুনরাবৃত্তিই যেন ঘটাচ্ছে ভারত। প্রথম টেস্ট হেরে পরে ফিরে আসার গল্প ক’দিন আগেও অস্ট্রেলিয়ার মাটিতে করে দেখিয়েছেন কোহলিরা। এবার সেই একই রকম ঘটনাও ঘটতে যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে।চার ম্যাচ সিরিজের প্রথমটিতে বাজেভাবে হেরে যায় ভারত।তবে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে হারের স্বাদ দিল কোহলি বাহিনী। ৩১৭ রানের বড় ব্যবধানে রুটদের হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে ভারত।

চিপকে ম্যাচের চতুর্থ দিনই ফলাফল চলে আসল। যদিও তৃতীয় দিন শেষেই ইংল্যান্ডের হার অনেকটা নিশ্চিত হয়ে যায়।যেখানে অক্ষর প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন ও কুলদ্বীপ যাদবের স্পিন ঘূর্ণিতে মাত্র ১৬৪ রানে নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় সফরকারীরা।

৩ উইকেট হারিয়ে ৫৩ রানে তৃতীয় দিন শেষ করা ইংল্যান্ড চতুর্থ দিন দাঁড়াতেই পারেনি। ক্যারিয়ারের অভিষেক টেস্ট খেলতে নেমেই বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল এক ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন। প্রথম ইনিংসেও তিনি ২টি উইকেট পেয়েছিলেন।

ইংল্যান্ডের হয়ে কেউ সেভাবে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক জো রুট।প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর এই ইনিংসে ৩ উইকেট নিলেন অশ্বিন। মাঝে দলের দ্বিতীয় ইনিংসে টেস্ট ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। ইংল্যান্ডের বাকি দুটি উইকেট তুলে নেন যাদব।এর আগে ভারতের প্রথম ইনিংসে ৩২৯ রানে জবাবে ইংল্যান্ড ১৩৪ রানে গুটিয়ে গিয়েছিল। পরে দ্বিতীয় ইনিংসে ভারত ২৮৬ রান করলে ইংলিশদের সামনে ৪৮২ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুলওয়ামা হামলার ঘটনা কোনও ভারতীয় কোনওদিন ভুলবে না: মোদী