in বাংলা, ,

নিউটাউনে সরকারি কর্মীদের ৪০০ প্লটের ব্যবস্থা রাজ্যের

কলকাতা : ভোটের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আবাসনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিল রাজ্য নগরোন্নয়ন দফতর। নিউটাউনের অ্যাকশন এরিয়া-১,এরিয়া-২ ও এরিয়া-৩ তে মোট ৪০০টি প্লট এর জন্য বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। এই প্লটে সমবায় ভিত্তিতে বাড়ি বানানো যাবে বলে জানা গিয়েছে। ৯৯ বছরের লিজে দেওয়া হবে প্লট। যারা এখানে আবেদন করতে পারবেন তাদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তিনটি ক্যাটাগরি হল যথাক্রমে ‘HIG’, ‘MIG-।’ ও ‘MIG-।।’ । HIG ক্যাটাগরির আবাসনের ক্ষেত্রে ১৯,৮৭,১৯৬ টাকা কাঠা প্রতি দামে প্রায় ৫.৯৮ কাঠা করে জমি বরাদ্দ করা হয়েছে। ১৬,৫৫,৯৯৭ টাকা প্রতি কাঠা দামে MIG-। ও MIG-।। ক্যাটাগরির আবাসনের জন্য যথাক্রমে ৪.০৩ কাঠা ও ৫.০১ কাঠা করে জমি বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীরা তাঁদের ক্যাটাগরি অনুযায়ী, কো-অপারেটিভ তৈরি করে আবেদন করতে পারবেন। লটারির ভিত্তিতে জমি বণ্টন করা হবে।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তৃণমূলে যাদের দম বন্ধ হয়ে আসছে, মানুষ তাদের দম বন্ধ করে দেবে:অভিষেক