কলকাতা: মঙ্গলবার সকালে আদিগঙ্গার জল সাঁতরে পার্শ্বশিক্ষকদের যে প্রতিবাদ চলল, তা কার্যত বেনজির। এক বুক জলে নেমে হাতে প্ল্যাকার্ড নিয়ে বেতনের দাবিতে স্লোগান দিচ্ছেন শিক্ষামিত্র, পার্শ্বশিক্ষকরা। আর সংবাদমাধ্যমের ক্যামেরায় সেই প্রতিবাদের ‘মুখ’ হয়ে উঠলেন এক মাঝ বয়সী মহিলা। কখনও তিনি হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লেন, আবার কখনও গলায় দৃপ্ত স্বর, ‘আমরা এখানেই থাকব। প্রতিকার চাই’। চিনে নিন কে এই প্রতিবাদী। নাম রুনু সাহা। বর্ধমানে বাড়ি তাঁর।রুনু বলেন, “সাত বছর ধরে সংসার ডুবে গিয়েছে। বেতন নেই, ভাতা নেই। সরকারি নির্দেশ সত্ত্বেও কাজ হচ্ছে না। এক প্রকার বাধ্য হয়েই এই প্রতিবাদ।”প্রসঙ্গত, মঙ্গলবার সকালে নজিরবিহীন এক প্রতিবাদের ছবি দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির পাশে আদিগঙ্গায়। সেখানে ৬-৭ জন জলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান। মাসের পর মাস তাঁরা বেতন পাচ্ছেন না বলে অভিযোগ তুলে এই প্রতিবাদে নামেন তাঁরা। শিক্ষামিত্র এবং অনুমোদনহীন মাদ্রাসা শিক্ষকরা ছিলেন সেখানে।
in বাংলা, ব্রেকিং নিউজ, শিক্ষা, শিরোনাম
আদিগঙ্গায় পার্শ্বশিক্ষকদের নজিরবিহীন প্রতিবাদ
- 2shares
- 2shares