মুর্শিদাবাদ: বোমার আঘাতে গুরুতরভাবে জখম হলেন মন্ত্রী জাকির হোসেন। এদিন কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার জন্য মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে যাচ্ছিলেন তিনি। হঠাৎই তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালায় কিছু দুষ্কৃতী। বোমাবাজি শুরু হয়। বোমার আঘাতে গুরুতর জখম হন তিনি। তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালেও তাঁকে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। আগামিকাল ঘটনার তদন্ত করতে ফরেন্সিক দল আসছে বলে খবর।ঘটনার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি টুইটে লিখেছেন, “পশ্চিমবঙ্গের নিমতিতা স্টেশনে বোমাবাজির নিন্দা করি। যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি।”এদিকে বোমার আঘাতে আহত মন্ত্রীকে ভোরেই নিয়ে আসা হল কলকাতায়। বৃহস্পতিবার ভোর ৪টে ৪৫ নাগাদ মুর্শিদাবাদ থেকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করানো হয় শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনকে। বোমায় গুরুতর জখম আরও ৫-৬ জনকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, এখন তিনি স্থিতিশীল। তবে এদিনই অস্ত্রোপচার করা হবে তাঁর। অন্যদিকে নিমতিতা স্টেশনে বিস্ফোরণের তদন্তভার নিল সিআইডি। ঘটনাস্থলে যাচ্ছে তারা। ইতিমধ্যেই বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে রেল পুলিশ। সকালেই মুর্শিদাবাদের পথে রওনা দেয় কলকাতার বিশেষ ফরেন্সিক টিম। ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় থানার সঙ্গে কথা বলবে তারা।
in বাংলা, ব্রেকিং নিউজ, রাজনীতি, শিরোনাম
বোমার আঘাতে গুরুতর জখম মন্ত্রী জাকির হোসেন
- 2shares
- 2shares