কলকাতা: নন্দীগ্রামে প্রচারে বেরিয়ে ধাক্কাধাক্কিতে পায়ে চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন ৷ এই ইস্যুতে মমতার বিরুদ্ধে পালটা সরব হয়েছে বিজেপি ৷ তারা অবশ্যই মমতার দ্রুত আরোগ্য কামনা করেছে ৷ কিন্তু একই সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগকে উড়িয়ে দিয়েছে বিজেপি ৷ দলের সাংসদ অর্জুন সিংয়ের পালটা প্রশ্ন, ‘‘তাঁর কনভয়ে কি তালিবানরা আক্রমণ করল ?’’অন্যদিকে বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, বিজেপি হেরে যাবে বলেই এই ঘৃণ্য কাজ করেছে ৷ এই ঘটনার যথাযথ তদন্ত নির্বাচন কমিশনের করা উচিত বলে তিনি দাবি তুলেছেন ৷মমতা বন্দ্যোপাধ্যায়ের জখম হওয়ার ঘটনা সম্পূর্ণ সাজানো বলে মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । অধীর চৌধুরী বলেন, “জেড ক্যাটাগরির নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী । পুলিশ মন্ত্রীর সঙ্গে সর্বদা পুলিশ থাকার কথা । তার পরেও তাঁকে চক্রান্ত করে ধাক্কা মারা হল । আর পুলিশমন্ত্রী বলছেন পুলিশ ছিল না । নন্দীগ্রামে পুলিশ ছিল না । তাঁকে ধাক্কা মারা হল । মমতা বন্দ্যোপাধ্যায় এসব নাটক, ভন্ডামি মানুষ এতদিনে জেনে গিয়েছে । তিনি ভয় পাচ্ছেন হেরে যাওয়ার । তাই সহানুভূতি করানোর জন্য এসব করছেন ।”সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “সংযুক্ত মোর্চার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী অসুস্থ হয়ে পড়লেন । জখম হয়েছেন নাটক করলেন । আসলে মুখ্যমন্ত্রী সংযুক্ত মোর্চাকে ভয় পাচ্ছেন । হেরে যাওয়ার ভয়ে আদ্যপ্রান্ত মিথ্যে কথা বললেন । পুরোটাই নাটক ।’
in দেশ, বাংলা, ব্রেকিং নিউজ, রাজনীতি, শিরোনাম
মুখ্যমন্ত্রীকে পালটা তোপ বিরোধীদের
- 2shares
- 2shares