in বাংলা, , রাজনীতি,

বামেদের ‘টুম্পা’র পাল্টা তৃণমূলের ‘না রে না’

নিজস্ব প্রতিনিধি: টুম্পার মাধ্যমে ব্রিগেড চলো যে মিউজিক্যাল স্লোগান বামফ্রন্ট দিয়েছিল তার প্রত্যুত্তরে এবার অভিনব উদ্যোগ দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের। বাংলা সিনেমার জনপ্রিয় গান ‘না রে না’-র প্যারোডি করে বাজারে আনল তারা। এর মূল উদ্যোগ দক্ষিণ কলকাতার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য দাশগুপ্ত’র। প্যারোডির মাধ্যমে একদিকে বাম-কংগ্রেস কে যেমন খোঁচা দেওয়া হয়েছে, তেমনই তুলে ধরা হয়েছে সরকারের বিভিন্ন জনমুখি প্রকল্প ও কার্যকলাপকে।

একইসঙ্গে গানটির মাধ্যমে গরুর দুধে সোনা ও মাদক পাচার নিয়ে বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে। টুম্পা রিমিক্স এর মাধ্যমে যেভাবে বামেদের যুব সংগঠন রাজনীতির পালে যুব সম্প্রদায়ের হাওয়া লাগাতে চেয়েছিল কার্যত তার পাল্টা হিসাবেই এই অভিনব উদ্যোগ নিয়েছে দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কমিশনের বিরুদ্ধে ক্ষোভ মমতার, পাল্টা শমীকের