কলকাতা: নন্দীগ্রামে প্রচারে গিয়ে চোট পাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে। উডবার্ন ওয়ার্ডে ভিভিআইপিদের জন্য সংরক্ষিত সাড়ে ১২ নম্বর কেবিনে রাখা হয়েছে। ইতিমধ্যেই তাঁর চিকিৎসার জন্য ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ওই মেডিক্যাল বোর্ডে প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল সহ বিভিন্ন বিভাগের প্রবীণ চিকিৎসকরা রয়েছেন। হাসপাতালে উপস্থিত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি সহ তৃণমূলের শীর্ষ নেতারা।বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে মন্দির দর্শনের সময়ে আঘাত পাওয়া মুখ্যমন্ত্রীকে যুদ্ধকালীন তৎপরতায় গ্রিন করিডর করে সোজা কলকাতায় নিয়ে আসা হয়। রাত পৌনে নয়টা নাগাদ এসএসকেএম হাসপাতালে পৌঁছয় মমতার গাড়ি। আগেভাগেই প্রস্তুত রাখা হয়েছিল উইল চেয়ার ও স্ট্রেচার। আহত মুখ্যমন্ত্রীকে গাড়ি থেকে নামিয়ে উইল চেয়ারে চাপিয়ে নিয়ে লিফটে করে নিয়ে যাওয়া হয় উডবার্ন ওয়ার্ডে। সময় নষ্ট না করে বিশেষজ্ঞ চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর চিকিৎসা শুরু করেন। চিকিৎসকদের মুখ্যমন্ত্রী জানান বা পাঁয়ে, কাঁধে ও কোমরে চোট পেয়েছেন। অসহ্য যন্ত্রণা রয়েছে। চোট কতটা গভীর তা জানতে সঙ্গে সঙ্গেই পোর্টেবল এক্সরে মেশিনের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশের ছবি তোলা হয়। মুখ্যমন্ত্রীর শারীরিক যন্ত্রণা কমাতে ব্যথার ইঞ্জেকশনও দেওয়া হয়। আপাতত তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে অবশ্য সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে রাজি হননি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা।
in বাংলা, ব্রেকিং নিউজ, শিরোনাম, স্বাস্থ্য
মুখ্যমন্ত্রীকে ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে
- 2shares

- 2shares