in বাংলা, , রাজনীতি,

ভেবেই রেখেছিলাম, এ বার সিঙ্গুর অথবা নন্দীগ্রাম থেকে প্রার্থী হব: মমতা

নন্দীগ্রাম: মনোনয়ন জমা দেওয়ার আগে নন্দীগ্রামে জনসভায় বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যদি মনে করেন আমি নাও দাঁড়াতে পারি। আর যদি আপনাদের মনে হয় তবেই আমি মনোনয়ন জমা করব।’ তিনি জানান, এবারে সিঙ্গুর অথবা নন্দীগ্রামের মধ্যে যে কোনও একটি কেন্দ্র থেকে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। একইসঙ্গে শুভেন্দু অধিকারীর নাম না করে তিনি বলেন, ‘আমাকে কেউ কেউ বহিরাগত বলছেন। তুমি নন্দীগ্রামের লোক আর আমি বীরভূমের এটুকুই তফাৎ। বহিরাগত হলে আমি মুখ্যমন্ত্রী হলাম কীকরে?’আচমকা কোনও সিদ্ধান্ত নেননি। বরং সিঙ্গুর অথবা নন্দীগ্রামের মধ্যে থেকেই কোথাও দাঁড়াবেন বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ভোটের প্রচারে নন্দীগ্রামে গিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের মাটি থেকে জমি আন্দোলনের সূত্রপাত, তাই সেখান থেকেই তিনি ভোটে লড়ার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন তিনি।নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামছেন মমতা। তা নিয়ে গেরুয়া শিবির থেকে লাগাতার কটাক্ষ উড়ে আসছে। কিন্তু মমতা জানিয়েছেন, নন্দীগ্রামের মানুষ চেয়েছেন বলেই সেখান থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নন্দীগ্রামের মানুষ না চাইলে তিনি মনোনয়নপত্র জমা দেবেন না বলেও জানান।বুধবার হলদিয়ায় গিয়ে মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেবেন মমতা। তবে এখনই কলকাতা ফিরবেন না। ১১ মার্চ শিব চতুর্দশীর পুজো দিয়েই কলকাতা ফিরবেন বলে জানিয়েছেন।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আসল পরিবর্তনের বিশ্বাস দিতেই ব্রিগেডে: মোদী