নয়াদিল্লি: ‘মন কি বাত’অনুষ্ঠানে এদিন জাতির উদ্দেশ্যে বেশ কিছু বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।মোদী এদিন বলেন, এবার মাঘ মাসে হরিদ্বারে কুম্ভ উৎসব পালিত হচ্ছে। এপ্রসঙ্গে তিনি ২২ মার্চ ‘ওয়ার্ল্ড ওয়াটার ডে’র প্রকল্প রয়েছে ।দেশের যুব সমাজকে এদিন সন্ত রবিদাসের কথা বলেন মোদী। সেই অনুযায়ী তিনি বলেন, দেশের যুবকদের ইনোভেটিভ স্পিরিট রয়েছে। তাঁরা পুরনো ধ্যান ধারণা নিয়ে এগিয়ে যেতে চান না।’রমন এফেক্ট’ নিয়েও এদিন বক্তব্য রাখেন মোদী। দেশের বৈজ্ঞানিকদের সম্পর্কে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার বার্তা দেন। তিনি বলেন দেশের যুবকদের উচিত দেশের বিজ্ঞনের ইতিহাসকে জানা।’জাতীয় বিজ্ঞান দিবস’ এ বিজ্ঞানকে ‘ল্যাব থেকে ল্যান্ড’ এ আনার কথা বলেছেন মোদী।কৃষিজাত ‘ওয়েস্ট’ থেকে নতুন কিছু উদ্ভাবন করার কথা বললেন মোদী।তিনি বলেন জীবনে বিজ্ঞানের বিকাশ ঘটলেই দেশ আত্ননির্ভরতার পথে এগিয়ে যাবে দেশ।’আত্মনির্ভর ভারত’ একটি সরকারি প্রকল্পই নয়, এটি একটি জাতীয় স্পিরিট। কলকাতার এক নাগরিকের বক্তব্যকে ধরে বার্তা মোদীর।মোদী বলেন, প্রতি ভারতবাসী যদি আত্মনির্ভর ভারত প্রকল্পের সঙ্গে জুড়ে গিয়ে তা নিয়ে গর্ব করেন ভারতীয়রা,তাতেই এই প্রকল্পের সাফল্য।দেশের কোণে কোণে আত্ননির্ভর ভারতের ডাক দিয়েছেন মোদী।অসমের কাজিরাঙ্গায় জলপাখীদের নিয়ে বক্তব্য রাখেন মোদী।দেশের মন্দিরে পুকুরের অবস্থান নিয়ে নরেন্দ্র মোদী।মোদী বলেন উদ্ভাবনের জন্য দেশে বৈজ্ঞনিক হতে হবে বা শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক হতে হবে এমন ভাবনাকে চ্যালেঞ্জ দিতে যাঁরা পারেন তাঁরাই দেশে ছাপ ফেলেন।’মন কী বাত’ অনুষ্ঠানে তামিল ভাষার প্রশংসা করেন মোদী। এই ভাষা না শিখতে পারার জন্য আক্ষেপও প্রকাশ করেন তিনি।মোদী এদিন সংস্কৃতে একটি ক্রিকেট ম্যাচের কমেন্ট্রি শোনান ‘মন কী বাত’ অনুষ্ঠানে।ভারতের বহু খেলায় কমেন্ট্রি হয়না বলে উৎসাহ কমেছে সেই খেলা নিয়ে। বার্তা দিয়েছেন মোদী।পরীক্ষার্থীদের প্রতি মোদীর বার্তা, অন্যের সঙ্গে নয়, নিজের সঙ্গে প্রতিযোগিতায় লড়ুন।এবছরেও ‘পরীক্ষা পে চর্চা’ হবে ঘোষণা মোদীর। কীভাবে এই অনুষ্ঠানে যোগ দিতে পারা যাবে তার বিস্তারিত ‘মাই গভ’ অ্যাপে জানা যাবে বলে বার্তা মোদীর।
in দেশ, ব্রেকিং নিউজ, শিরোনাম
বিজ্ঞানকে ‘ল্যাব থেকে ল্যান্ড’ এ আনতে চান মোদী
- 2shares
- 2shares