in বাংলা, , রাজনীতি,

কমিশনের কাছে পুলিশ প্রশাসন নিয়ে ক্ষোভ প্রকাশ স্বপন দাশগুপ্ত’র

নিজস্ব প্রতিনিধি: “রাজ্যে পুলিশ প্রশাসন যেভাবে চলছে, পুলিশ এমন কিছু কার্যকলাপ করছে, তাতে কোনওমতেই সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে পারে না। কয়েকজন পুলিশ অফিসারের কথা আমরা নাম করে বলতে পারি। এঁদের ভোটের কাজে রাখলে স্বচ্ছ নির্বাচন হওয়া সম্ভব নয়। কমিশনকে বলেছি, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে”। রাজ্য নির্বাচন কমিশনের অফিসে গিয়ে কার্যত এভাবেই নিজের বক্তব্য তুলে ধরলেন বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। একই সঙ্গে তাদের আরও দাবি নির্বাচনের কাজ থেকে সরানো হোক পক্ষপাতদুষ্ট পুলিশ অফিসারদের। শনিবার রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে এমনই দাবি জানিয়ে এল বিজেপি’র প্রতিনিধিদল। এ বিষয়ে কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে একাধিকবার কথা বলতে গিয়েও বলার সুযোগ পাননি বলেও অভিযোগ তুললেন গেরু শিবিরের নেতারা। বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তর নেতৃত্বে এক বিজেপি প্রতিনিধিদল পৌঁছয় নির্বাচন কমিশনের দপ্তরে। সেখানে নির্বাচন কমিশনারের সঙ্গে বেশ খানিকক্ষণ আলোচনা চলে তাঁদের। বেরিয়ে সাংবাদিকদের সামনে নিজেদের দাবিদাওয়া স্পষ্ট করেন তাঁরা।শুক্রবারই ঘোষিত হয়েছে বাংলা বিধানসভা ভোটের নির্ঘণ্ট। অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য রাজ্যে আগামী এক মাস ধরে ৮ দফায় ভোট হবে। ঠিক তার পরের দিনই রাজ্য নির্বাচনে কমিশনের দপ্তরে অভিযোগ জানিয়ে এলেন রাজ্যসভায় বিজেপির সাংসদ স্বপন দাশগুপ্ত, বিজেপি নেতা সব্যসাচী দত্তরা।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডানকুনিতে ‘রথযাত্রা’র সূচনায় মমতাকে আক্রমণ শুভেন্দুর