in বাংলা, , রাজনীতি,

বামেদের প্রার্থী তালিকায় চমক

কলকাতা: নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তারুণ্যকেই হাতিয়ার করতে চাইছে সিপিএম। নন্দীগ্রামের আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম। ফলে এ বারের বিধানসভা ভোটে নন্দীগ্রামে যে কার্যত ত্রিমুখী লড়াই হতে চলেছে তা স্পষ্ট হয়ে গেল। প্রথম দুই দফার আসনে একমাত্র নন্দীগ্রামেই আসনে প্রার্থী ঘোষণা বাকি ছিল সিপিএম-র। সেই আসনের প্রার্থী এ দিন ঘোষণা করে দেওয়া হয়।কংগ্রেস ও আইএসএফ-র সঙ্গে বোঝাপোড়া চূড়ান্ত হলেও কাগজপত্রের ফাঁদে আটকে রয়েছে কিছু প্রক্রিয়া। সেই কারণে এ দিন কেবল বামেরা নিজেদের প্রার্থীর নামই ঘোষণা করে। দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় যে তরুণ প্রার্থীদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে তা প্রার্থীদের নামগুলিতেই সাফ হয়ে গিয়েছে। ফলে অভিজ্ঞতা ও তারুণ্য দুই-ই প্রাধান্য পেয়েছে। শিলিগুড়ি, রায়দিঘীর মতো আসনে একদিকে যেমন প্রত্যাশিতভাবে পুরনো মুখগুলিকে প্রার্থী করা হয়েছে, তেমনই বেশ কিছু আসনে ছাত্র-যুব সংগঠনের নেতারা সুযোগ পেয়েছেন।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মুখ্যমন্ত্রীকে ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে