in বাংলা, , রাজনীতি,

রথযাত্রার অনুমতি নিতে হবে স্থানীয় প্রশাসনের থেকে, বিজেপিকে নির্দেশ নবান্নের

কলকাতা: লোকসভা নির্বাচনের আগেও রাজ্যে একাধিক কেন্দ্রীয় নেতাকে নিয়ে রথযাত্রা করার পরিকল্পনা করে বিজেপি। কিন্তু সেবার নবান্ন অনুমতি না দেওয়ায় তা নিয়ে আদালতের দ্বারস্থ হতে হয় বিজেপিকে। একুশের বিধানসভা ভোটের আগেও একইভাবে রথযাত্রা করার পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপি। তবে বুধবার রথযাত্রা রুখতে একটি জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। অন্যদিকে, এদিনই বিজেপিকে চিঠি দিয়ে নবান্ন জানিয়ে দিল রথযাত্রার জন্য অনুমতি নিতে হবে স্থানীয় প্রশাসনের কাছে থেকে।
বিধানসভা ভোটের আগে গোটা পশ্চিমবঙ্গে মোট ৫টি রথযাত্রা করার কথা ঘোষণা করেছে বিজেপি। আগামী ৬ ফেব্রয়ারি নবদ্বীপ থেকে প্রথম রথযাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দলের তরফে রথযাত্রার অনুমতি চেয়ে ১ ফেব্রুয়ারি রাজ্য সরকারকে চিঠি দেন রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়। তিনদিনের মধ্যেই সেই চিঠির জবাব পেলেন তিনি।
জবাবি ওই চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে, যে যে এলাকা দিয়ে রথযাত্রা যাবে সেখানকার প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। সমস্থ আইন মেনেই কর্মসূচি করতে হবে।
প্রাথমিকভাবে বিজেপির তরফে জানানো হয়েছে, ৬ ফেব্রুয়ারি বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নবদ্বীপে প্রথম রথযাত্রার সূচনা করবেন। ৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম ও তারাপীঠ থেকে নাড্ডা আরও দু’টি এবং ১১ ফেব্রুয়ারি কোচবিহারে অমিত শাহ একটি রথযাত্রার সূচনা করবেন।

What do you think?

0 points
Upvote Downvote

Written by News Editor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আপাতত কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার কোনও সম্ভাবনা নেই জানালেন শিক্ষামন্ত্রী

জুলাইয়ে হবে ৪৫তম কলকাতা বইমেলা