in দেশ, ,

পুলওয়ামা হামলার ঘটনা কোনও ভারতীয় কোনওদিন ভুলবে না: মোদী

নয়াদিল্লি: ‘পুলওয়ামা হামলার ঘটনা কোনও ভারতীয় কোনওদিন ভুলবে না।’ ভারতের ইতিহাসের ‘নৃশংসতম’ জঙ্গি হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতে আবেগপ্রবণ হয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বলে দিলেন, “আমরা আমাদের সেনা জওয়ানদের জন্য গর্বিত। ওঁদের বীরত্ব আমাদের বহু যুগ ধরে অনুপ্রেরণা দেবে।”

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিনে রক্তে লাল হয়ে গিয়েছিল জম্মু-কাশ্মীরের পুলওয়ামা। সেনা কনভয়ে জঙ্গি হামলায় শহিদ হন চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ান। সিআরপিএফের কনভয় লক্ষ্য করে অতর্কিতে হামলার ঘটনায় পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ জঙ্গিরা জড়িত ছিল। এই ঘটনার পর দু’বছর কেটে গিয়েছে। প্রত্যাঘাতের লক্ষ্যে বালাকোটে এয়ার স্ট্রাইক করে পাক সেনা ঘাঁটি উড়িয়ে দেওয়ার দাবিও করেছে ভারত সরকার। কিন্তু কোথাও একটা আক্ষেপ থেকে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন পুলওয়ামার বর্ষপূর্তি উপলক্ষে সেনা তথা প্রতিরক্ষা ক্ষেত্রকে ‘আত্মনির্ভর’ করার শপথ নিলেন।

What do you think?

0 points
Upvote Downvote

Written by News Editor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

রয় কৃষ্ণাই জেতাচ্ছে এটিকে এমবিকে

দুরন্ত জয়ে সিরিজে সমতা ফেরালো ভারত