in বাংলা, , রাজনীতি,

বিজেপির প্রার্থী তালিকায় একাধিক সাংসদ

কলকাতা: একুশের নির্বাচনের আগে তৃতীয় ও চতুর্থ পর্যায়ের দলের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আর এই তালিকায় সংসদভবন থেকে নামানো হল একাধিক সাংসদকে। বিশ্লেষকরা বলছেন, যাঁরা কার্যত বাংলায় বিজেপি মুখ। এর মধ্যে রয়েছেন বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, এবং নিশীথ প্রামাণিক।
বিজেপির এই পর্যায়ের প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে, বাবুল সুপ্রিয় প্রার্থী হচ্ছেন টালিগঞ্জে। চুঁচুড়ায় প্রার্থী হচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। নিশীথ প্রামাণিক প্রার্থী হয়েছেন দিনহাটায়। স্বপন দাশগুপ্তকে তারকেশ্বরের প্রার্থী করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এঁরা প্রত্যেকেই আসলে বাংলায় বিজেপির মুখ। একুশের হাইভোল্টেজ নির্বাচনে জোরদার টক্করে তাঁদের প্রত্যেককেই কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। পাশাপাশি বাংলার মানুষের মন জয় করতে ব্যক্তি বিশেষে এই সাংসদদের ক্যারিশ্মাকেও কাজে লাগাতে চাইছে মোদী-শাহ জুটি। তাই ভেবেই প্রার্থী নির্বাচন। উল্লেখ্য, টালিগঞ্জ থেকে তৃণমূলের প্রার্থী অরূপ বিশ্বাস। অরূপের বিরুদ্ধে বাবুলের ওপরেই ভরসা রেখেছে গেরুয়া শিবির।

অন্যদিকে টিকিট পেয়ে উচ্ছ্বসিত লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আমাকে প্রার্থী হিসেবে সুযোগ করে দিয়েছে দল, তার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ। হুগলি থেকে প্রত্যেকটা সিট জিতব। মোদীজিকে উপহার দেব।”

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এবার আপনারা নতুন ভোট দেখবেন,নন্দীগ্রামে মন্তব্য শুভেন্দুর