in বাংলা, , রাজনীতি,

রবিবার তৃণমূলের ইস্তেহার প্রকাশ করবেন মমতা

কলকাতা: নন্দীগ্রামে গিয়ে শারীরিক ভাবে আহত হয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। নন্দীগ্রাম জমি আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে ১৪ মার্চের স্মৃতি। তাই শহীদদের স্মৃতি তর্পণ করে আগামী রবিবার ১৪ তারিখ দলের ইস্তেহার প্রকাশ করবেন মমতা বন্দোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, রবিবার মমতা বন্দোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে ইস্তেহার প্রকাশ করবেন।আগামী বিধানসভা নির্বাচনের ইস্তেহার তৈরির কাজ শুরু করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, বরাবরের মতোই নির্বাচনী ইস্তাহার তৈরিতে মমতা দলের নিচুতলার কর্মী থেকে সাংসদ, বিধায়ক-সহ সকলের মতামত নিয়েছেন। সেই মতামতের ভিত্তিতে তিনি একটি কমিটিও গঠন করে দিয়েছিলেন। ওই কমিটিই চূড়ান্ত ইস্তেহার তৈরি করেছে। মমতা নিজেও সেই কমিটির সদস্য।প্রসঙ্গত, বরাবরই মমতা নির্বাচনী ইস্তেহার তৈরির আগে দলের বিভিন্ন স্তরের নেতাদের মতামত নেন। কোন বিষয়ে জোর দেওয়া উচিত, বিরোধীদের রাজনৈতিক আক্রমণের মোকাবিলা কোন পথে করা হবে ইত্যাদি বিভিন্ন বিষয়ে তিনি মতামত আহ্বান করেন। তার পর সেই মতামতের ভিত্তিতে ইস্তাহার তৈরি হয়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ইস্তেহারে বেশ কিছু বিষয়কে ‘বিশেষভাবে গুরুত্ব’ দিয়েছেন দলের শীর্ষনেতৃত্ব। তার মধ্যে থাকবে বিনামূল্যে রেশন দেওয়া, স্বাস্থ্য ও শিক্ষার মতো সমাজের সকল স্তরের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলির প্রসঙ্গ। এ ছাড়াও জোর দেওয়া হবে শিল্প ও কর্মসংস্থানের মতো বিষয়গুলিকে।বিধানসভা ভোটের ইস্তাহার তৈরি প্রসঙ্গে শুক্রবার তৃণমূলের এক বর্ষীয়ান নেতা বলেন, ‘‘ইস্তেহার তৈরির জন্য নেত্রী দলের নেতা, কর্মী, বিধায়ক এবং সাংসদদের কাছে লিখিত আকারে মতামত এবং প্রস্তাব চেয়েছেন। সেই প্রস্তাবগুলি জমা পড়ার পর তৃণমূল নেত্রী নিজে তা খতিয়ে দেখবেন এবং বিবেচনা করবেন। তারপর মনোনীত প্রস্তাবগুলিকে সামনে রেখে একটি খসড়া ইস্তেহার তৈরি করা হবে। সেই খসড়া ইস্তেহারের ভিত্তিতে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করবেন নেত্রী। সেই কমিটিতে মমতা ছাড়াও থাকবেন একাধিক মন্ত্রী, সাংসদ ও বিধায়ক।’’ ২০২১-এ ফের রাজ্যের ক্ষমতা দখলের জন্য ওই কমিটিই জনতার কাছে চূড়ান্ত ইস্তেহার প্রকাশ করবে।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পার্থকে তলব করল সিবিআই