কলকাতা: অবশেষে মিলল হাসপাতাল থেকে বাড়ি ফেরার ছাড়পত্র। ৪দিন বাদে ফের কালিঘাটে নিজের বাড়ি ফেরার পথ ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে প্রচারে গিয়ে বিরুলিয়া বাজারে ‘হামলা’র মুখে পড়ে মুখ্যমন্ত্রী। তাঁর গাড়ির দরজা চেপে বসে যায় তাঁর পায়ের ওপরে। তার জেরেই তাঁর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতায় চিড় ধরে। আঘাত লাগে পায়ে, কাঁধে, হাতে ও কোমরেও। ঘটনার দিন রাতেই গ্রিন করিডর করে নন্দীগ্রাম থেকে কলকাতায় নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে। ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। তাঁকে ছাড়ার আগে এদিন মেডিকেল বোর্ডের তরফে জানানো হয়েছে, তাঁর পায়ের ফোলা কমেছে অনেকটাই। নতুন করে প্লাস্টারও করা হয়েছে। যন্ত্রণা অনেকটাই কমেছে। তাই তাঁর অনুরোধে তাঁকে ছুটি দেওয়া হচ্ছে।
তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই বাইরে বের হতে পারবেন না তৃণমূল সুপ্রিমো। আগামী ৭২ ঘন্টা তাঁকে রাখা হবে বিশেষ পর্যবেক্ষণে। এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকেরা তাঁকে বিশেষ ধরনের জুতো দিতে চেয়েছিলেন যা পরে তিনি হুইল চেয়ারে বসে প্রচার করতে পারবেন। কিন্তু সেই বিশেষ জুতোতে আপত্তি জানান খোদ মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দেন হাওয়াই চটি পড়েই হুইল চেয়ারে বসবেন তিনি। যদিও এসএসকেএম হাসপাতাল থেকে বের হওয়ার সময় মুখ্যমন্ত্রীর পায়ে বিশেষ জুতোই দেখা যায়। সেই বিশেষ জুতো পায়ে হুইল চেয়ারে বসে হাসপাতাল থেকে বেড়িয়ে আসেন তিনি। তৃণমূল সূত্রে জানা গিয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী সোমবার থেকেই প্রচারে নেমে পড়তে চলেছেন তিনি। তার আগে রবিবার কালিঘাটের বাড়ি থেকেই করবেন দলের ইস্তেহার প্রকাশ।