in বাংলা, , রাজনীতি,

মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে তোপ অধীরের

কলকাতা: ব্রিগেডের মঞ্চে বক্তব্য রাখতে উঠে একযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের প্রধানমন্ত্রীকে তোপ দাগেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বক্তব্য রাখতে উঠে অধীর জানিয়েছেন, ‘এত বড় সভায় বক্তৃতার সুযোগ আমার জীবনে এই প্রথম, বললেন অধীর। যারা আগামী নির্বাচনকে বোঝাতে চাইছে তৃণমূল এবং বিজেপির লড়াই, তাদের মিথ্যা প্রমাণ করে দিয়েছে এই সমাবেশ। আগামী দিনে তৃণমূল, বিজেপি থাকবে না, সংযুক্ত মোর্চা থাকবে। ইয়ে স্রেফ ঝাঁকি হ্যায়, সরকার বদলনা বাকি হ্যায়। এ বাংলায় সাম্প্রদায়িক বিজেপির আগ্রাসন রুখতে হবে, তৃণমূলের অপশাসনকেও রুখতে হবে।’

কেন্দ্র ও রাজ্যের দুই সরকারের বিরোধী শূণ্য করার মনোভাবকেও দেগে সাংসদ অধীর জানিয়েছেন, ‘গণতান্ত্রিক পথে ক্ষমতায় এসে এরা গণতন্ত্রের গলা টিপে ধরছেন, দিল্লিতে মোদী বলেন, বিরোধী শূন্য চাই, এখানে দিদিও তাই বলে। সাম্প্রদায়িক ভারতবর্ষ গড়ার চেষ্টা হচ্ছে, বাংলার মানুষ সাবধান থাকবেন।’ পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে একযোগে তৃণমূল সুপ্রিমো ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঠুকে অধীর জানিয়েছেন, ‘বিরাট কোহালি এবং নরেন্দ্র মোদি দু’জনেই সেঞ্চুরি করেছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী বলছেন, রাজ্যে ১ টাকা তেলের দাম কমালাম, উনি মনে করলে ১৫ টাকা কমাতে পারতেন। ১ টাকা কমিয়ে আমাদের দয়া করবেন না দিদি। ছত্তীসগড়ে তেলের দাম অনেক কমানো হয়েছে। পাশেই রয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ভ্যাট কমান, তেলের দাম রাতারাতি কমে যাবে। কেন্দ্র-রাজ্য কর কমালে তেলের দাম অনেক নেমে যাবে।’ এদিন নবান্ন অভিযানে ডিওয়াইএফআই-এর যুবনেতা মইদুল ইসলামের মৃত্যু নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অধীর।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ব্রিগেডের সভা থেকে দিদি, মোদীকে নকআউট করার ডাক সিপিএমের