in বাংলা, , রাজনীতি,

মালদায় এবার জিততে চাই: মমতা

মালদহ: মালদহে গিয়ে বুধবার আম আদমির কাছে ‘আম’ চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহের ল্যাংড়া ও ফজলি দুটো আমেরই নাম রয়েছে। দিদি চাইলেন ফজলি আম। জেলার কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় আবদারের সুরে বলেন, “এই নির্বাচনে আমায় ফজলি আম দিতে হবে।” সভার শুরুতেও তিনি একবার বলেন, মালদায় গত ভোটে আমরা একটা আসনও জিততে পারিনি। এ বার জিততে চাই। মালদহের জনসভা থেকে বিজেপি-কে তুলোধনা, আর নিজের সরকারের সাফল্য তুলে ধরলেন তিনি। মমতার কথায়, ‘সারা দেশে আর একটাও সরকার দেখাতে পারবেন না, যারা বিনা পয়সায় রেশন দেয়। কিন্তু আমরা দিই। আমরাই একমাত্র। বিজেপি-র মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, এরা কেউ দেয় না। তাই বিনামূল্যে রেশন পেতে হলে তৃণমূলকেই ভোট দিন। বিজেপি বলবে, এটা করব-ওটা করব। কিন্তু ভোট মিটে গেলেই সব হাওয়া। কিন্তু আমরা যা বলব, তাই করব।’নিজের সরকারের একাধিক উন্নয়ন প্রকল্পের কথাও এদিন মালদহের সভামঞ্চ থেকে তুলে ধরেছেন মমতা। বলেন, ‘আমরা সবার জন্য স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছি। যাঁরা ইতিমধ্যেই সেই কার্ড পেয়ে গিয়েছেন, তাঁরা চিকিৎসা করাতে পারবেন। আর যাঁরা পাননি, তাঁদের জন্যও আমরা বিশেষ কার্ডের ব্যবস্থা করেছি। পরে আসল কার্ড পেয়ে যাবেন। আমরা এই কার্ড পরিবারের মা-বোনেদের নামে দিচ্ছি, কারণ তাঁরাই জানেন সংসারে কার কী দরকার।’এদিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও বিজেপি-কে নানা ইস্যুতে বিঁধে মালদহে এসে আরও সুর চড়ান মমতা। রাজ্যজুড়ে রথযাত্রা বের করেছে বিজেপি, সেই প্রসঙ্গেও এদিন মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘ভোট এসেছে বলে এখন বিজেপি নেতারা জগন্নাথ সাজছে, বলরাম সাজছে, সুভদ্রা সাজছে। কিন্তু এরা কেউ কোন ধর্মকে সম্মান করে না। আমরা রথযাত্রাকে সম্মান করি, কিন্তু বিজেপি যা করছে, তাকে সম্মান করি না। এরা একটা বড় বাসের মধ্যে একটা করে হোটেল বানিয়েছে। আর নাম দিয়েছে রথযাত্রা।’

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এবার পদ্ম চাষ হবেই,চা-চক্রে হুংকার নাড্ডার