in বাংলা, , রাজনীতি,

মুর্শিদাবাদে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

বহরমপুর: বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজ্য সফরের দিনেই বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি বহরমপুর থেকে তিনি একদিকে যেমন চাষিদের কাছ থেকে সরাসরি ধান কেনা নিয়ে কড়া বার্তা দিয়েছেন তেমনি আক্রমণ করেছেন প্রধানমন্ত্রীর দলকেও। বেশ কিছুদিন ধরেই মুর্শিদাবাদ জেলায় সরাসরি চাষীদের কাছ থেকে ধান কেনা নিয়ে অভিযোগ পাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। এদিন তা নিয়ে জেলা প্রশাসনকে কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ধান কেনায় যারা বাধা দিচ্ছেন তাঁদেরও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, ‘আমাদের এখানে আড়াই কোটি টন ধান উৎপাদন হয়। অন্ধ্রপ্রদেশে ১১১ লক্ষ টন, ১ লক্ষ ৫০ টন পঞ্জাবে ধান কেনে কেন্দ্রীয় সরকার। আর বাংলায় কত কেনে জানেন? ৭৬ হাজার মেট্রিক টন। কিন্তু আমরা চাষিদের কাছ থেকে সরাসরি ধান কিনি। কোভিডের জন্য কিছু সমস্যা হয়েছিল। কিন্তু সেই কর্মসূচি আবার শুরু হবে।’ এরই পাশাপাশি বিজেপিকে আক্রমণ শানিয়ে বলেন, ‘বিজেপি সাধারণ মানুষের পার্টি নয়। বড়লোকদের পার্টি, জোতদারদের পার্টি, জমিদারদের পার্টি। নোটবন্দি করল, তার পর কোভিডে করল ঘরবন্দি। এবার জনতার ভোটে ওদের করতে হবে বন্দি। মনে রাখবেন বিজেপি বাংলার পার্টি নয়। গুজরাতের পার্টি। গুজরাত বাংলা শাসন করবে না। বাংলাই বাংলা শাসন করবে। তৃণমূলই বাংলা শাসন করবে। বাংলায় মহিলা, মা-বোনেদের যে স্বাধীনতা আছে, যে শান্তি আছে, যে সম্মান আছে, আর কোথাও নেই। চলে যান বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে, দেখবেন কী ভাবে অত্যাচার চলছে। চলে যান দিল্লিতে, দেখলেন তো কী ভাবে দাঙ্গা হল। আমাদের বাংলার মতো সম্মান আর কারও কাছে নেই।’

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজাদের বিদায়বেলায় কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী