in দেশ, , রাজনীতি,

আজাদের বিদায়বেলায় কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: গুলাম নবি আজ়াদের বিদায়কালে বিরল নজিরের সাক্ষী থাকল সংসদের উচ্চকক্ষ। সৌজন্যে মোদীর সৌজন্যতা। নবির বিদায়ী ভাষণে আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী। আবেগপ্রবণ হয়ে কথা বলতে বলতে জড়িয়ে আসে নমোর গলা। চোখের কোণে চিকচিক করে অশ্রু। মোদীর বক্তব্যে উঠে এলেন ব্যক্তি নবি আজ়াদ। নবি শুধু একজন দলের প্রতিনিধি নন, তিনি দেশের প্রতিনিধি। এ কথাটাই বারবার বোঝানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী।

নবি আজাদের সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বারবার কথা আটকে যাচ্ছিল নমোর। নরম হচ্ছিল গলার স্বরও। চোখ মুছছিলেন বারবার। তবু ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করলেন প্রধানমন্ত্রী।গোটা রাজ্যসভা তখন আবেগ তাড়িত। একটু দূরে বসে আছেন নবি।

মোদীর বক্তব্যে তাঁর চোখেও আবেগ ফুটে উঠছে। এমতাবস্থায় নবির বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “একজন যিনি সংসদের চিন্তা করতেন, দেশের চিন্তা করতেন।” নবিকে নমো বলেন, “এ কথা মনে করলে চলবে না যে আপনি সংসদে নেই। আপনার জন্য দরজা সব সময় খোলা।”

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার ভারতের