in বাংলা, , রাজনীতি,

এবার পদ্ম চাষ হবেই,চা-চক্রে হুংকার নাড্ডার

খড়্গপুর: দিলীপ ঘোষের চায়ের আড্ডায় জেপি নড্ডা। বুধবার সকালে খড়্গপুরের কাছে ধাদকি গ্রামে নতুন চেহারায় বিজেপি-র চা-চক্র অনুষ্ঠান। বিজেপি রাজ্য সভাপতি আর সর্বভারতীয় সভাপতির এই যৌথ কর্মসূচি আদৌ পরিকল্পিত ছিল না। মঙ্গলবার রাতে আচমকা ঠিক হয়। আর সেটা খোদ নড্ডারই আব্দারে। মঙ্গলবার রাত ৮টা নাগাদ তিনি নিজেই বলেন, বুধবার সকালে দিলীপের সঙ্গে চায়ের আড্ডায় তিনিও যেতে চান। সঙ্গে সঙ্গেই শুরু হয় তৎপরতা। ফ্লেক্স ছাপাও, পুলিশের অনুমতি নাও, মঞ্চে আলাদা ব্যবস্থা করো, নিরাপত্তা খতিয়ে দেখো ইত্যাদি, ইত্যাদি এবং ইত্যাদি। সে সব বিলি-বন্দোবস্তের পর রাতে চূড়ান্ত হয় নড্ডা-দিলীপ চা চক্র। যা মিটিয়ে কলাইকুন্ডা বিমানবন্দর থেকে দিল্লি উড়ে যান নড্ডা।

এবার পদ্ম চাষ হবেই’,খড়গপুরে চা-চক্রে যোগ দিয়েই সাতসকালে ‘পিসি-ভাইপো’কে ফের আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। চা চক্রে যোগ দিয়ে এদিন নাড্ডা বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে রাজ্যবাসীর সমস্যা মিটবে।’ এরপর আরও শক্তিশালী কন্ঠে বলেন, ‘বাংলায় এবার পদ্ম চাষ হবেই। তিনি আরও বলেন রাতে আমাকে প্রশাসন অনুমতি দেয় চা-চক্র করার জন্য। তারপর আজ সকালেই এত মানুষ দেখে আমি অভিভূত।’ এদিন চা-চক্রে এসে মমতা ও অভিষেককে নাম না করে নিশানা করেন নাড্ডা। তিনি বলেন,’ পিসি-ভাইপোর খবর সবাই জানে। সবাই মা-মাটি-মানুষকে ধীক্কার দেয়। এবারের নির্বাচনে মমতা বন্দ্য়োপাধ্যায়কে চলে যেতে হবে। যে মা-মাটি-মানুষের উপর ভরসা করে এসেছিল তৃণমূল, আজ ওরা তাঁদের উপর তোলাবাজি করছে। বাংলার মানুষের জন্য কিছুই করেনি এই সরকার। গরিব মানুষের সঙ্গে যেটা হয়েছে সেটা আর বেশি দিন চলবে না।’

বিজেপির রথযাত্রা নিয়ে একাধিক জনসভায় কটাক্ষ করতে দেখা যাচ্ছে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাঁচ তারা হোটেল বলে কটাক্ষ করা হচ্ছে। এবার তার পাল্টা জবাব দিলেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,’ পাঁচ তারা কোথায়! বাড়ির রান্না করা খাবারই বিজেপি নেতারা খান। ‘ বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, ‘ওনাদের জীবনযাপন কেমন, কী খান-কোথায় থাকেন সবাই জানে। আমরা তো কিছু লুকোই না।’ বিজেপি-র রথযাত্রা নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘যাত্রাপথে যাতে ভালোভাবে যাওয়া যায় তার ব্যবস্থাই করা হয়েছে। জনসাধারণের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানোর যাত্রাপথ শুরু করেছি আমরা। সারা দেশেই এই জনসম্পর্ক অভিযান চালাই আমরা। আর ফাইভ স্টার বা ওরকম কিছু নয়, লোকের বাড়িতে বানিয়ে আনা খাবারই আমরা খাচ্ছি। গতকালও বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা খাবারই হেলিকপ্টারে বসে খেয়েছি।’ বুধবার খড়গপুরের চা চক্র থেকে অনুব্রত মণ্ডলের ‘খেলা হবে’র পালটা দিলেন দিলীপ ঘোষ। চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, ‘এবার বিজেপিই খেলা দেখাবে।’

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সুনীলদের বিপক্ষে অনবদ্য জয় এটিকে এমবি’র