in বাংলা, , রাজনীতি,

মমতাকে অপমানের প্রতিবাদে পথে কবীর সুমন

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছেন তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট অঞ্চলে কিছু সময়ের জন্য অবস্থান ধর্মঘটে শামিল হন গায়ক কবীর সুমন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৪তম জন্মদিনের উৎসবে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ায় অপমানিত বোধ করেন মমতা। এর জেরে তিনি ওই অনুষ্ঠানে যোগ দিলেও বক্তৃতা করেননি। কবীর সুমন বলেছেন, ‘মমতাকে অপমান করার জন্য স্লোগান দেওয়াকে মেনে নিতে না পেরে এই প্রতিবাদে শামিল হয়েছি।’এ ঘটনায় বীরভূম, পশ্চিম বর্ধমান, হুগলিসহ রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূলের সমর্থকেরা প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছেন।কলকাতার পৌর প্রশাসক ও পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘সরকারি অনুষ্ঠানে অতিথি হিসেবে ডেকে এভাবে মুখ্যমন্ত্রীকে অপমান করা অন্যায়। আমরা এর প্রতিবাদ জানাই।’

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শিশুকন্যা দিবসে উত্তরাখণ্ডে একদিনের মুখ্যমন্ত্রী হলেন সৃষ্টি