হলদিয়া: মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ‘আক্রমণে’র শিকার হওয়ার পর কেটে গিয়েছে দুদিন । কিন্তু
তারপরেও চুপ রইলেন তাঁর প্রাক্তন সহযোদ্ধা শুভেন্দু। কোনও কথায় শোনা গেল না তার গলায়। বৃহস্পতিবার ও শুক্রবার তিনি ভোট প্রচার করেছেন নন্দীগ্রামে। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘটনা সম্পর্কে কোনো কথা শোনা যায়নি তার গলায়। মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে সভামঞ্চে বক্তব্য রেখেছেন তিনি। সেখানে এ প্রসঙ্গে একটি কথাও বলেননি শুভেন্দু।
এদিন সভার শুরুতেই তিনি বলেন, ‘মাঠ চেনা, প্লেয়ার পুরনো, ঝাণ্ডা নতুন।’ আক্রমণ করেছেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। ফের একবার বলেছেন, ‘প্রাইভেট লিমিটিড কোম্পানিতে পরিণত হয়েছে তৃণমূল। সেখানে পিসি-ভাইপো ছাড়া কারও মর্যাদা নেই।’ মনোনয়ন জমা দেওয়ার আগে কর্মসংস্থান নিয়ে জোর সওয়াল করেন তিনি। যদিও শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী এখনও তৃণমূলেই রয়েছেন। তাঁরা দু’জনেই সাংসদ। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরাও। কিন্ত শুভেন্দু এখনও এ প্রসঙ্গে মুখে কুলুপ এটেই রয়েছেন।
in বাংলা, ব্রেকিং নিউজ, রাজনীতি, শিরোনাম
মনোনয়ন জমা দিয়েও মমতার চোট প্রসঙ্গে চুপ শুভেন্দু
- 2shares
- 2shares