কলকাতা: ব্রিগেড মানেই ক্ষমতায় আসা নয়। কটাক্ষ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার সভার পর দীর্ঘ সাংবাদিক বৈঠক করলেন তৃণমূলের ফিরহাদ হাকিম এবং বিজেপির শমীক ভট্টাচার্য। শমীকের বক্তব্যের পরতে পরতে ব্রিগেডের সমালোচনা। কিন্তু তৃণমূলের মুখপাত্র হিসাবে এসে রবিবারের বাম কংগ্রেস সভাকে খুব একটা আমল দিলেন না ববি। তিনি বললেন, দলে কিছু ডেডিকেটেড মানুষ থাকেই, আজ তাঁরাই উপস্থিত হয়েছিলেন। ভোটের আগে এমন কিছু তো হয়। তবে তাতে উদ্বেগের কিছু নেই বলে দাবি ফিরহাদের। তিনি আরো বলেন, কংগ্রেসের কিছুই করার নেই। তবে দলনেত্রীর উপর ভরসা রেখে তিনি বললেন, বিজেপির বিরোধিতা যদি কেউ করতে পারেন তবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কংগ্রেস আর বাম হাত মিলিয়েছে সঙ্গে স্ক্র্যাচ আইএসএফ।
in বাংলা, ব্রেকিং নিউজ, রাজনীতি, শিরোনাম
ব্রিগেড মানেই ক্ষমতায় আসা নয়, কটাক্ষ ফিরহাদের
- 2shares
- 2shares