in বাংলা, , রাজনীতি,

ব্রিগেডের সভা থেকে দিদি, মোদীকে লকআউট করার ডাক সিপিএমের

কলকাতা: ব্রিগেডের সভা থেকে দিদি, মোদীকে লকআউট করার ডাক দিলেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মহঃ সেলিম। দলবদলের কড়া সমালোচনা করে বিজেপিকে নিশানা করেন তিনি। এদিন তিনি বলেন, তাপ বাড়াতে হবে। চৈত্রের পরে বৈশাখ। তৃণমূল গলে জল হচ্ছে। এবার বাষ্প হয়ে উড়ে যাবে।এদিন সিপিএম পলিটব্যুরোর সদস্য মহঃ সেলিম ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে।

তিনি বলেছেন, কেউ কেউ বলছেন খেলা হবে। আর মোদী একটা স্টেডিয়ামই দখল করে নিলেন। বামদের দলে যুবদের সংখ্যাধিক্য দেখে খুশি বর্ষীয়ান এই নেতা। তিনি বলেন, ঝড়াপাতার দিন শেষ। কচি পাতা উঠছে। বসন্তে বিভিন্ন রং-এর ফুল ফোটার কথাও উল্লেখ করেন তিনি। গত ১০ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বামেদের অন্তত ২৫০ জনকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন সেলিম। তিনি বলেন, হামলার পরে মামলা করেও বামেদের দমানো যায়নি।ব্রিগেডের সভা থেকে দিদি-মোদী উভয়কেই নকআউট করার ডাক দিয়েছেন মহঃ সেলিম। তিনি বলেন, রাজ্যে শিল্প ও কারখানা তৈরি করার স্লোগান দিয়েছিল বামেরাই। গত ১০ বছরে রাজ্যে বড় কোনও শিল্প তৃণমূল সরকার আনতে পারেনি বলে অভিযোগ করেছেন সেলিম। অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় সরকারও সাত বছরে রাজ্যের জন্য তা পারেনি। মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার দেশের সব রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রি করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তৃণমূলকে বাংলা থেকে উৎখাতের ডাক আব্বাসের