in বাংলা, ,

বিনয় মিশ্রকে পলাতক ঘোষণা করল সিবিআই আদালত

আসানসোল: বিনয় মিশ্রকে পলাতক ঘোষণা করল সিবিআই আদালত। পাশাপাশি লালাকে নাগালে পেতে এবার তাঁর শ্বশুরবাড়িতে হানা দিল তদন্তকারীরা।বৃহস্পতিবার রাতে কয়লা পাচারচক্রের মাথা অনুপ মাজি ওরফে লালার শ্বশুরবাড়িতে হানা দেন গোয়েন্দারা। সূত্রের খবর, সেখান থেকে বেশ কিছু তথ্যও হাতে পেয়েছে সিবিআই। পাশাপাশি দুই ব্যবসায়ীর নাম সামনে আসে।সিবিআই সূত্রে খবর, এই দুই ব্যক্তি কয়লা সিন্ডিকেটের সঙ্গে জড়িত। অভিযোগ, বাম আমলে কয়লা পাচারের গোটা সাম্রাজ্য ছিল জয়দেব মণ্ডলের হাতে। বামেদের পতনে কিছুটা কোণঠাসা হয়ে পড়েন ওই ব্যবসায়ী। ২০১১ সালে কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে জয়দেবকে গ্রেফতারও করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। এরপর জামিনে মুক্ত হন জয়দেব।অন‍্যদিকে, পুরুলিয়ায় এখনও ভালই প্রভাব রয়েছে গুরুপদ মাজির। লালার ব্যবসায় অংশীদার হওয়ার সুবাদেই এই প্রতিপত্তি বলে মনে করেন অনেকে। কয়লা পাচারকাণ্ডে এদিন কলকাতা, পুরুলিয়া, আসানসোল, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ার মোট ১০ জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ করে তুলতে হবে: অমিত শাহ