in বাংলা, , রাজনীতি,

বাংলার জনগণ ফের তৃণমূলের সরকারই গড়বে:মমতা

পৈলান: যত টাকাই ছড়াক না কেন, একুশে বিজেপির মুখে ঝামা ঘষে বাংলার জনগণ ফের তৃণমূলের সরকারই গড়বে৷ পৈলানে দাঁড়িয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যয়৷ বললেন, ‘‘বিজেপি-র মুখে ঝামা ঘষে ২০২১-এ রেকর্ড ভোটে জিতবে মা-মাটি-মানুষ।’’ কর্মীদের আরও ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন৷ জনতার দরবারে তুলে ধরলেন তাঁর সরকারের ১০ বছরের উন্নয়নের ফিরিস্তি৷এরপরই বিজেপির পিসি-ভাইপোর পাল্টা তত্ত্ব খাড়া করে  নিশানা করলেন অমিত-পুত্র জয় শাহকে। তিনি বলেন, ‘‘খালি পিসি-ভাইপো করছে। আগে ভাইপোর সঙ্গে লড়াই করে দেখাও। মনে রাখুন অমিত শাহ, দুর্নীতির অভিযোগ থেকে আপনার ছেলেও রক্ষা পাবে না। নিজের ছেলেকে আড়াল করবেন আর বাকিদের ভয় দেখাবেন। আপনার ছেলে কী করে ক্রিকেটের মাথায় বসল? কী করে কোটি কোটি টাকা করল? মনে রাখবেন সে-ও তো আমার ভাইপো!’’বিজেপির তোলা পরিবারতন্ত্রের অভিযোগেরও উত্তর দেন মমতা। তিনি বলেন, ‘‘অভিষেক বাড়তি প্রাধান্য পায় না আমার কাছে। হাজরায় যখন আমাকে মারা হয়েছিল, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, ও তখন ছোট। মাথায় ব্যান্ডেজ দেখে একাই কংগ্রেসের পতাকা নিয়ে মিছিল করত। স্লোগান দিত৷’’

একই সঙ্গে ছুঁড়ে দিলেনব কটাক্ষ, ‘‘তোমাদের ছেলেমেয়েরা তো বিদেশে চলে যায়। আমাদের ছেলেমেয়েরা এই মাটিতে থেকে লড়াই করে।’ হুঁশিয়ারি দিলেন, ‘‘২০২১-এ সবচেয়ে বেশি ভোটে জিতব আমরাই। বাংলাকে ধমকে-চমকে লাভ নেই। মানুষের কাছে মাথা নত করব আমি। বিজেপির কাছে মাথা নত করার আগে মৃত্যু ভাল৷’’

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামখানার সভা থেকে একগুচ্ছ অঙ্গীকারও অমিতের