নামখানা: নামখানার সভামঞ্চ থেকে একগুচ্ছ অঙ্গীকারও করলেন অমিত শাহ৷ যার অন্যতম- বিজেপি ক্ষমতায় এলেই সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ, শিক্ষকদের সপ্তম বেতন কমিশন গঠন এবং আমফানের চোরেদের জেলের হাওয়া খাওয়ানো হবে৷ তৃপ্ত কন্ঠে বললেন, ‘‘আজ আমার জীবনের সৌভাগ্যের দিন। কারণ, আজ মা গঙ্গা যেখানে সাগরে মিলিত হয়, সেখানে এসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি নিশ্চিত বাংলায় এবার বিজেপির সরকারই গঠন হবে৷’’
প্রসঙ্গত, এদিন দুপুরে সাগর ছুঁয়ে তিনি যখন কপিলমুণির আশ্রমে প্রবেশ করছেন তখন দলের অত্যুৎসাহীরা রীতিমতো স্লোগান সুরে বলছিলেন, ‘‘খেলা হবে খেলা হবে, খেলার মাঠেই লড়াই হবে৷ ১৪ তলায় দেখা হবে, নবান্নতেও খেলা হবে৷’’
সেখানে কিছু না বললেও কিছু সময় পর নামখানায় নিজের ভাষণে শাহও যা বললেন তার মর্মার্থও সেই একই- বিজেপি খেলার জন্য প্রস্তুত এবং খেলা হবেই হবে৷বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতির কথায়, ‘‘ভোটের দিন তৃণমূলের একজন গুন্ডাও রাস্তায় থাকবে না৷ ফলে কোনও ভয় নেই৷ ভয় ছাড়াই ভোট দিন৷’’ বললেন, ‘‘শুধুমাত্র বিজেপি সরকার আনাই আমাদের লক্ষ্য নয়, বাংলার আর্থ সামাজিক পরিস্থিতির উন্নয়ন করাও আমার লক্ষ্য৷’’