in খেলা, ,

টি-২০ প্রথম ম্যাচে হার ভারতের

আহমেদাবাদ: টি-টোয়েন্টির সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে শূণ্য রানে আউট হলেন কোহলি!কোহলির ব্যাটিং–ব্যর্থতার দিনে ভারতও ধুঁকেছে। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করেছে ১২৪ রান। ইংল্যান্ড ৮ উইকেট ও ২৭ বল হাতে রেখেই তা পেরিয়ে গেছে। জস বাটলারের (২৪ বলে ২৮) সঙ্গে উদ্বোধনী জুটিতে ৭২ রান এনে দেন জেসন রয়। বাটলারের বিদায়ের কিছুক্ষণ দলকে ৮৯ রানে রেখে যখন ফেরেন রয়, তাঁর নামের পাশে ৩২ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৯ রান। তৃতীয় উইকেটে ডেভিড ম্যালান (২০ বলে ২৪) ও জনি বেয়ারস্টো (১৭ বলে ২৬) মিলে নিশ্চিত করেন ইংল্যান্ড হেসেখেলেই জিতছে। দলের বড় হার তো আছেই, কোহলি হয়তো লজ্জায় লাল হয়ে যাবেন তাঁর শূন্যের রেকর্ডগুলো শুনলেও। কিংবদন্তি অধিনায়ক ও বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী আজ দর্শক হয়ে এসেছেন ভারতের ম্যাচ দেখতে। সৌরভের সামনেই শূন্যের রেকর্ডে সৌরভকে ছাড়িয়ে গেছেন কোহলি।

রোহিতকে বিশ্রাম দিয়ে নেমেছিল ভারত। কিন্তু না শিখর ধাওয়ান (৪), না রাহুল (১)—দুই ওপেনার তো রান পানইনি, কোহলিও ব্যর্থ। ইনিংসে ১৫ বলের মধ্যে ৩ রানে রাহুল-কোহলিকে হারানোর পর পঞ্চম ওভারের শেষ বলে দলীয় ২০ রানে ভারত হারায় ধাওয়ানকেও!সেখান থেকে ভারত যে ১২০ পেরিয়েছে, তার কৃতিত্ব পাঁচে নামা শ্রেয়াস আইয়ারের। ৪৮ বলে ৮ চার ১ ছক্কায় আইয়ার করেছেন ৬৭ রান। পাশাপাশি ঋষভ পন্তের ২৩ বলে ২১ আর হার্দিক পান্ডিয়ার ২১ বলে ১৯ রান ভারতকে এই স্কোরে এনে পৌঁছে দিয়েছে।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মনোনয়ন জমা দিয়েও মমতার চোট প্রসঙ্গে চুপ শুভেন্দু