in দেশ, ,

মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনা, মৃত ৪৭

নয়াদিল্লি: সাত সকালেই ভয়াবহ দুর্ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। ৫৪ জনকে নিয়ে ব্রিজ থেকে বাস পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা ৪৭। চলতি বছরে কিছুদিন আগেই উত্তরাখণ্ডে হিমবাহ ধসে বহু মানুষের মৃত্যু হয়েছে। তারপর আরও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল দেশ।এ দিন সকালে ৫৪ জনকে নিয়ে খাদে পড়ে যায় বাস। চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। মধ্যপ্রদেশের সিধি জেলার পাটনা গ্রামের ঘটনা। সিধি থেকে সাতনা যাচ্ছিল বাসটি।মঙ্গলবার সকাল সাড়ে ৮ টা নাগাদ দুর্ঘটনা ঘটে। খালের জলের তোড়েই ভেসে যায় বাস। সকাল থেকেই উদ্ধারকাজ শুরু হয়। বেরিয়ে আসে একের পর এক দেহ। ৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সিধির কালেকটর জানিয়েছেন, মৃতদের মধ্যে রয়েছে এক চার বছরের শিশু। খালে ২০ কিলোমিটার পর্যন্ত উদ্ধারকাজ চালানো হয়।পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানান, প্রধানমন্ত্রীর ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আদিগঙ্গায় পার্শ্বশিক্ষকদের নজিরবিহীন প্রতিবাদ

শুভেন্দুর গাড়িতে ‘হামলার’ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে