নয়াদিল্লি: আগামী সোমবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আগামী সপ্তাহ থেকেই দেশে শুরু হবে টিকাকরণ প্রক্রিয়া, এমনই পরিকল্পনা কেন্দ্রের। তার আগে রাজ্যগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে জানতে এই বৈঠক।সরকারি সূত্র অনুযায়ী, ১১ জানুয়ারি বিকেল ৪টের সময় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের। ওই বৈঠকে রাজ্যগুলিতে টিকাকরণ প্রক্রিয়া নিয়ে প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে এবং কোনও সমস্যা রয়েছে কিনা, সে বিষয়েই কথা বলবেন প্রধানমন্ত্রী।প্রসঙ্গত, ইতিমধ্যেই দেশে ভারত বায়োটেকের তৈরি “কোভ্যাকসিন” এবং সিরাম ইন্সটিটিউট ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় তৈরি “কোভিশিল্ড” ভ্যাকসিন জরুরিভিত্তিতে প্রয়োগের অনুমোদন পেয়েছে।
in দেশ, ব্রেকিং নিউজ, শিরোনাম, স্বাস্থ্য
সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী
- 2shares
- 2shares