in বাংলা, , রাজনীতি,

দলের বৈঠকে সামনে এগোনোর বার্তা মমতার

কলকাতা : দলের বৈঠকে সামনে এগোনোর বার্তা দিলেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। যারা দল ছেড়ে গিয়েছে তাদেরকে নিয়ে না ভেবে বরং ইগনোর করার কথা বলেছেন তিনি। শুক্রবার কালীঘাটে নিজের বাড়িতে কার্যকরী কমিটির বৈঠক ছিল। বৈঠকে তিনি এমনই বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে নবান্ন থেকে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ‍্যমন্ত্রী। এরপর তিনি। এরপর কালীঘাটের নিজের বাড়িতে কার্যকরী কমিটির বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ওই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, ফিরহাদ হাকিম, সৌগত বসু, কল্যাণ বন্দোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার প্রমুখ। নির্বাচনের আগে একের পর এক নেতা মন্ত্রীরা পদত্যাগ করছেন। কি দলে থেকেও বেসুরো সুর শোনা যাচ্ছে অনেক নেতা মন্ত্রীর গলায়। এই পরিস্থিতিতে এদিন মুখ্যমন্ত্রী জানান, “কারা ছেড়ে গেল তা ইগনোর করুন। কাজের বার্তা পৌঁছে দিন মানুষের কাছে।”সূত্রের খবর, এদিনের বৈঠকে নতুন ইস্তেহার কমিটি নিয়েও আলোচনা হয়েছে। অন্যদিকে, এদিনের বৈঠকে মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর জায়গায় দলের ওয়ার্কিং কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটককে।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্মিথের শতরানের জবাবে ভালো শুরু করেও বিপাকে ভারত