নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার টালিগঞ্জ বিধানসভার ১১১ নং ওয়ার্ডে ব্রহ্মপুর প্লেসের সবুজ সোনালী সংঘে ক্লাব ও অভিনেতা অনির্বান ভট্টাচার্য্যের উদ্যোগে একটি ‘সেফ হোমের ’ শুভ উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মাননীয় বিদ্যুৎ, যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। সাত বেডের এই সেফ হোমে রয়েছে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কন্সেনটেটর।
অরূপ বিশ্বাস বলেন, করোনা মোকাবিলায় রাজ্য সরকার তো কাজ করছেই। একই সঙ্গে যদি অনির্বাণ ভট্টাচার্যের মত সবাই অঞ্চলভিত্তিক উদ্যোগ নিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামে তাহলে এই ভাইরাসকে প্রতিরোধ করা সম্ভব। একইসঙ্গে জনগণকে সচেতন থাকার কথাও জানান তিনি।