বীরভূম: ফের রাজ্যে আসলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার দিল্লি থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দরে নেমে কপ্টারে চড়ে তারাপীঠে পৌঁছন বিজেপির সর্বভারতীয় সভাপতি।তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতির হাতে তুলে দেওয়া হয় মা তারার ছবি, তারাপীঠের ইতিহাস লেখা একটি বই ও উত্তরীয়।
পাশাপাশি লালগড়েও সভা করেন জেপি নাড্ডা।লালগড়ের সভায় জেপি নাড্ডা বলেন,’জয় শ্রী রাম ধ্বনি দিলে মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাচ্ছেন। এটা কেমন রাজ্য! মর্যাদা পুরুষোত্তম রামের নাম নিলে আপনি ক্ষুব্ধ হচ্ছেন কেন? আর তোষণ রাজনীতির জন্য আপনারা ওবিসি ভাইদের সংরক্ষণের সুবিধা কেড়েছেন। আর বেশিদিন নেই। প্রায়শ্চিত্ত করুন।’ মহরম উপলক্ষে দুর্গাপুজোর বিসর্জনে নিষেধাজ্ঞার ঘটনার কথাও উল্লেখ করেছেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতির কথায়,’তোষণের কারণে বন্ধ হয়েছে সরস্বতী ও দুর্গাপুজো। মহরমের অনুমতি দেওয়া উচিত। কিন্তু, পুজোয় বাধা দিয়ে নয়। রাম মন্দিরের শিলান্যাসের দিন কারফিউ ঘোষণা করলেন। অথচ ৫ দিন আগে মহরমের অনুমতি দেওয়া হয়েছিল।’বাংলার সংস্কৃতি নিয়েও তৃণমূলকে একহাত নিয়েছেন নাড্ডা। বলেন,’আমার নামের আগে অলঙ্কার জুড়ছেন পিসি। আর ভাইপো, শুভেন্দু অধিকারীর বাবাকে নিয়ে অপশব্দ বলছেন। এভাবেই কি বাংলার সংস্কৃতি রক্ষা করছে তৃণমূল? বিজেপি ক্ষমতায় এলেই ফিরবে অরবিন্দ, বিবেকাননন্দ, রবীন্দ্রনাথ ও শ্যামাপ্রসাদের মতো মহাপুরুষদের সংস্কৃতি।’