নিজস্ব প্রতিনিধি: ‘বাংলা নিজের মেয়েকে চায়’- তৃণমূলের এই স্লোগানের পাল্টা হিসেবে ‘বাংলার ছেলে সৌরভ’ এই স্লোগান সামনে রেখে ভোটে নামতে উদ্যোগী হচ্ছে বিজেপি হাইকমান্ড। বিশেষ সূত্রের খবর অনুযায়ী আগামী ৭ই মার্চ বিজেপির ব্রিগেড সমাবেশ নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এ নিয়ে ইতিমধ্যেই বিজেপি হাই কমান্ডের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে সৌরভের সঙ্গে। কিছুদিন আগেও সৌরভের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে শারীরিক অসুস্থতার কারণে সেই জল্পনা থেমে যায়। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই আবার সেই জল্পনা মাথাচাড়া দিচ্ছে। ৭ তারিখে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ব্রিগেডে সৌরভ গাঙ্গুলী কে উপস্থিত করে নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক দিতে চাইছে বিজেপি।
সৌরভের ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, রাজনীতিতে যোগদান নিয়ে বিভিন্ন ক্ষেত্রে মানুষের সঙ্গে কথা বলেছেন তিনি। তাদের একাংশের বক্তব্য মহারাজের এই মুহূর্তে রাজনীতিতে যোগদান করা উচিত হবে না। তার মতো আইকনিক ফিগারের কোন একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় যাওয়া উচিত নয়। সমগ্র দেশব্যাপী তার একটা ভাবমূর্তি রয়েছে। নির্দিষ্ট কোন দলের ছত্রছায়ায় গেলে তা নষ্ট হবে। সুনীল গাভাস্কার,কপিল দেবের মত নিরপেক্ষ থাকা উচিত। আবর অন্য পক্ষ চাইছে, বর্তমানে বাংলার যা অবস্থা তাতে একজন আন্তর্জাতিক মুখের হাল ধরা খুব প্রয়োজন যার সমাজের বিভিন্ন স্তরে গ্রহণযোগ্যতা রয়েছে। বাংলা কে আবার সারা ভারত তথা সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় এর থেকে ভালো মুখ আর কেউ হতে পারে না। এই গোষ্ঠী চাইছে ভারতীয় ক্রিকেটের দুঃসময়ে সৌরভ যেমন সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভারতীয় ক্রিকেটকে তুলে ধরেছিলেন ঠিক তেমনই বর্তমানে বাংলার সময় তিনি আবার বাংলার নেতৃত্বে আসুন। সব মিলিয়ে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছেন সৌরভ নিজেও। এখন দেখার বাংলা নিজের মেয়েকে চায়- এর পাল্টা হিসেবে দাদাকে সামনে রেখে আসন্ন নির্বাচনে লড়াইয়ে নামতে পারে কিনা পদ্ম শিবির। আর যদি সেটা সম্ভব হয় তাহলে আগামী ৭ই মার্চ নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে উপস্থিত থেকে রাজনীতির ময়দানে নিজের অভিষেক ঘটাবেন মহারাজ।