কলকাতা: বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের আজ দ্বিতীয় দিন। আর এদিন তাঁর অনুষ্ঠান ছিল জাতীয় গ্রন্থাগারে। আলিপুরের এই ঐতিহ্যশালী ভবনেই এদিন তিনি উদ্বোধন করেছেন ৩টি বিশেষ গ্যালারির যা দেশের স্বাধীনতা সংগ্রামের শহীদের প্রতি উৎসর্গ করা হয়েছে। এদিন সেই গ্যালারির উদ্বোধন করার পাশাপাশি সেখান থেকে একটি সাইকেল র্যালিরও উদ্বোধন করেন শাহ। এরপর সেই ভবনেই বসছে রাজ্য বিজেপির বিশেষ বৈঠক যার মধ্যমণি অমিত শাহ। এদিন ন্যাশানাল লাইব্রেরিতে গিয়ে অমিত শাহ তাঁর বক্তব্য বলেন, ‘দেশকে পথ দেখিয়েছেন সুভাষজি। তাই সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী পালন করছে কেন্দ্র। তার জন্য তৈরি হয়েছে বিশেষ কমিটিও। তিনি আজও সকলের অনুপ্রেরণা। তাঁকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। লোকপ্রিয় নেতা ছিলেন, গান্ধিজির প্রার্থীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি জনমানসে চিরস্মরণীয়। কিন্তু এই দেশনায়কের অবদান ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সুভাষবাবু যদি আজ কেরিয়ারের কথা ভাবতেন তাহলে কে দিতেন স্বাধীনতার অনুপ্রেরণা। তাঁর অবদানকে ভোলা যাবে না।’ এরই পাশাপাশি শাহ জানান, ‘ইতিহাসকে ফিরে দেখা জরুরি। বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ করে তুলতে হবে। যুবাদের মধ্যে দেশভক্তি জাগাতে হবে।’
in বাংলা, ব্রেকিং নিউজ, রাজনীতি, শিরোনাম
বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ করে তুলতে হবে: অমিত শাহ
- 2shares
- 2shares