in বাংলা, , রাজনীতি,

বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত

কলকাতা: নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই বঙ্গ রাজনীতিতে চড়ছে ভোটের উত্তাপ। এই আবহকে ফের নিশানা করলেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর । বিজেপি দুই অঙ্ক পেরিয়ে তিন অঙ্কে যাবে না। এর থেকে বিজেপি ভালো ফল করলে তিনি নিজের জায়গা ছেড়ে দেবেন বলে ডিসেম্বরে টুইট করে শোরগোল ফেলে দিয়েছিলেন তৃণমূলের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট। ভোটের দিন ঘোষণার পরই সেই পুরনো টুইটকে স্মরণ করিয়ে পদ্মশিবিরকে টার্গেট করলেন পিকে।

এদিন পিকে টুইটারে লিখেছেন, ‘গণতন্ত্রের অন্যতম বড় লড়াই হতে চলেছে পশ্চিমবঙ্গে। বাংলার মানুষ তাঁদের বার্তা নিয়ে প্রস্তুত। তাঁরা সঠিক সিদ্ধান্তই জানাবেন।’ টুইটের শেষে লিখেছেন, ‘২ মে আমার পুরনো টুইটের কথাটা মনে রাখবেন।’
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলায় ১৮টি আসন জিতে একুশের বিধানসভা নির্বাচনে বাংলার কুর্সি দখলে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়াবাহিনী। এদিকে, উনিশের ‘ধাক্কা’ সামলে একুশে ঘুরে দাঁড়িয়ে নিজের জমি ধরে রাখতে মরিয়া মমতা বাহিনী।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ঘাটালে রোড শো থেকে শুভেন্দুকে আক্রমণ অভিষেকের