শিলিগুড়ি: মোদি সরকারের বাজেটকে তীব্রভাবে আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই নির্মালা সীতারমণের বাজেটকে আক্রমণ শানেন মুখ্যমন্ত্রী। ২০২১-২২ সালের বাজেটকে মুখ্যমন্ত্রী এদিন ‘ভেকধারী সরকারের ফেকধারী বাজেট’ বলে চিহ্নিত করেন। সেই সঙ্গে তীব্র আক্রমণ হানেন সেস নিয়ে। বলেন, ‘সেস আমজনতাকে শেষ করে দেবে।’
এদিন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সিমেন্টের দুই কর্ণধার বেণুগোপাল বাঙ্গুর ও হরিমোহন বাঙুর। তাঁরা জলপাইগুড়িতে ৪৫০ কোটি টাকা ব্যায়ে একটি সিমেন্ট কারখানা নির্মাণ করে তা চালু করতে চলেছেন। ওই কারখানার হাত ধরে প্রায় ৭ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতে চলেছে। তাই এদিন শ্রী সিমেন্টের এই দুই কর্তাকে অনুষ্ঠানের মঞ্চে ডেকে তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই কেন্দ্রের বাজেটের তুলোধনা শুরু করেন তিনি। এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী তিস্তা নদীর ওপর রাজ্যের দীর্ঘতম সেতু ‘জয়ী’ উদ্বোধন করেন। প্রায় সাড়ে ৩ কিমি লম্বা এই সেতুর হাত ধরে এবার থেকে হলদিবাড়ির মানুষজন জেলাসদর কোচবিহার যেতে অনেক কম পথ পাড়ি দেবেন।
এদিন কেন্দ্রের বাজেট নিয়ে তীব্র আক্রমণ শানেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘বাংলায় নাকি রাস্তা বানাবে, ভোটের আগে? দরকার নেই। পশ্চিমবঙ্গের সব রাস্তা আমি করে দেব। তার চেয়ে দিল্লিতে কৃষকরা রাস্তায় বসে আছেন। রাস্তার জন্য বরাদ্দ টাকা তাঁদের দিন। আমি গ্রামবাংলার সব রাস্তা করে দেব। গ্রামীন রাস্তা বানাবে, আমার দরকার নেই, গ্রামে সব রাস্তা হয়ে গিয়েছে। এটা বাজেট হয়েছে? নতুন করে কলকাতা থেকে শিলিগুড়ি কী করবে? বাঙালকে হামাগুড়ি শেখাছো? সব কিছুতে সেস বসিয়ে দিয়েছে। পেট্রোলে আড়াই টাকা, ডিজেল ৪টাকা করে সেস বসিয়েছে। জিনিসপত্রের দাম এবার কী হারে বাড়বে দেখে নেবেন। সেস আপনাদের শেষ করে দেবে। এটা একটা ভেখধারী সরকারের ফেকধারী বাজেট। এরা সব বিক্রি করে দেবে। সমস্ত সরকারি ক্ষেত্র বিক্রি করে দেবে, এক দিন গোটা দেশকেই বিক্রি করে দেবে। ব্যাঙ্ক থেকে বিমা, রেল, সেল, ভেল— সবই বেচে দেবে।’