in বাংলা, , রাজনীতি,

বিজেপির সভামঞ্চে জাতীয় সংগীতের অবমাননার অভিযোগে সরব অভিষেক

হাওড়া: ডুমুরজলায় বিজেপির সভামঞ্চে জাতীয় সংগীতের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তুলে সরব হল তৃণমূল। টুইট করে খোঁচা দিলেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়।

তৃণমূলের নেতাদের অভিযোগ, ‘হাওড়ার মঞ্চে জাতীয় সংগীতের একটি অংশ ভুল গেয়েছেন বিজেপির তাবড় নেতারা। তাঁরা জাতীয় সংগীতটাও ঠিক মতো গাইতে পারলেন না। শেষ লাইনে ‘জনগণ মঙ্গলদায়ক জয় হে’-র পরিবর্তে তাঁরা আবার ‘জন গণ মন অধিনায়কই’ গেয়ে ফেললেন।‘ এই ভুলের ভিডিও পোস্ট করে তীব্র আক্রমণ শানান অভিষেক। টুইটে তিনি লেখেন, ‘যাঁরা দেশপ্রেম আর জাতীয়তাবাদ নিয়ে কথা বলেন, তাঁরা আমাদের দেশের জাতীয় সঙ্গীতটাও সঠিকভাবে গাইতে পারেন না। এই দলই আবার দেশকে গর্বিত করার কথা বলে! লজ্জাজনক। এই ‘দেশবিরোধী’ কাজের জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহ ও বিজেপি কি ক্ষমা চাইবে?’

পাশাপাশি এদিন তৃণমূলের এক ঝাঁক নেতার বিজেপিতে যোগদানকেও কটাক্ষ করেন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন ‘যে যাওয়ার সে গেছে, নাম নিয়ে লাভ নেই। ঝাঁকের পাখি সুযোগ পেলে ঝাঁকে ফিরে আসবে…’ । বিজেপির ডুমুরজলা সভা তথা বিজেপি নেতা হিসাবে রাজীবের বক্তৃতার পরই পাল্টা দেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “অনেকেই আসবেন, অনেকেই যাবেন। আমাদের কোনও ভুল হলে শোধরাচ্ছি।”পাশাপাশি দলত্যাগীদের উদ্দেশে পার্থ বলেন, “অর্থ দিয়ে তৃণমূলকে কেনা যায় না।”

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মমতার একমাত্র লক্ষ্য ভাইপোকে মুখ্যমন্ত্রী করা: অমিত শাহ