in দেশ, ,

ফের আত্মনির্ভর ভারত গড়ার ডাক প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: ফের আত্মনির্ভর ভারত গড়ার কথা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। এদিন আজাদি কা অমৃত মহোৎসব’-এর সূচনা করেন নমো। সবরমতী আশ্রম থেকে পদযাত্রার সূচনা করেন মোদী।আগেই দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সবরমতি আশ্রম থেকে গুজরাটের ডান্ডি পর্যন্ত ২৪১ মাইল পদযাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী।  এদিন টুইটারে মোদী লিখেছেন, ‘সবরমতী আশ্রম থেকে আজ অমৃত মহোৎসব কর্মসূচি শুরু হল। এখান থেকেই ডান্ডি অভিযান শুরু হয়েছিল।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের সকল নাগরিক আত্মনির্ভর হবেন।’ প্রধানমন্ত্রী এদিন বলেছেন, আমরা বিশ্বকে সঠিক দিশা দেখাব।অন্যদিকে, করোনা ভ্যাকসিনের প্রসঙ্গ টেনে ভারতের ভূমিকার কথাও এদিন তুলে ধরেন মোদী। এদিন অহমেদাবাদে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ অমৃত মহোৎসবের প্রথম দিন। ২০২২ সালের ১৫ অগাস্টের ৭৫ সপ্তাহ আগে এই মহোৎসব শুরু হল। এই কর্মসূচি চলবে ২০২৩ সালের ১৫ অগাস্ট পর্যন্ত।’

উল্লেখ্য, করোনা পরিস্থিতি পরিচালনায় ভারতের ভূমিকার প্রশংসা এর আগেও প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছে। কয়েকদিন আগে তিনি বলেছিলেন, ‘যখন করোনাভাইরাস ছড়াল, তখন বহু বিশেষজ্ঞ আশঙ্কাপ্রকাশ করেছিলেন, অতিমারিতে সবচেয়ে বেশি মূল্য চোকাতে হবে ভারতকে। কেউ কেউ বলেছিলেন, ৭০০-৮০০ মিলিয়ন মানুষ আক্রান্ত হবেন। কেউ আবার বলেছিলেন, দুই মিলিয়নের বেশি মানুষের মৃত্যু হবে ভারতে। তবে দেশবাসীর সহযোগিতায় সেই আশঙ্কা বাস্তবে রূপায়িত হতে দিইনি’। করোনা টিকাকরণের প্রসঙ্গ টেনে মোদী বলেছিলেন, ‘বিশ্বের সর্ববৃহৎ টিকাকরণ কর্মসূচি শুরু করেছে ভারত।’

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কোয়াড-এ গণতান্ত্রিকভাবে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন মোদী