in দেশ, ,

পাকিস্তান ও চীনকে সম্ভাব্য বিপদ বলে চিহ্নিত করলেন আর্মি চীফ জেনারেল

নিজস্ব প্রতিনিধি: সেনা দিবসের প্রাক্কালে প্রথাগত বাৎসরিক সাংবাদিক সম্মেলনে ভারতের আর্মি চীফ জেনারেল মনোজ মুকুন্দ নরবনে পাকিস্তান এবং চীন কে সম্ভাব্য বিপদ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, পাকিস্তান এখনো সন্ত্রাসবাদকে মদত দিয়ে চলেছে। সে ক্ষেত্রে ভারত সন্ত্রাসবাদের প্রশ্নে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলে । কিন্তু প্রয়োজন পড়লে আমরা নিজেদের মতো স্থান ও সময় নির্ধারণ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা রাখি । চীনের সাথে সীমান্ত পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি বলেন, ভারত উত্তর সীমান্তে সর্বোচ্চ প্রস্ততি বজায় রেখেছে। ভারতীয় সেনা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আস্থা রাখে এবং তারা যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। বিগত বছরের কথা উল্লেখ করে তিনি বলেন, গত বছর সেনার সামনে মুখ্য চ্যালেঞ্জ ছিল কোভিড এর মোকাবিলা করা এবং উত্তর সীমান্তে নিজেদের অবস্থান বজায় রাখা। ভবিষ্যতের পরিকল্পনা সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেন, নতুন প্রযুক্তি গ্রহণ করে প্রযুক্তি ব্যবহারে সক্ষম সেনাবাহিনী গড়ে তোলাই ভবিষ্যতের লক্ষ্য।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে পুনে থেকে দিল্লি রওনা বিশেষ বিমানের