in অর্থনীতি, দেশ, ,

কৃষক আন্দোলন নিয়ে একাধিক মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: আট দফা বৈঠকেও মেলেনি সমাধানসূত্র, উল্টে চড়েছে প্রতিবাদের সুর। এর মাঝেই আজ, সোমবার কৃষক আন্দোলনকে কেন্দ্র করে একাধিক মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। তবে কৃষকদের সাফ কথা, একমাত্র কৃষি আইন প্রত্যাহারের করলেই আন্দোলন তুলে নেওয়া হবে। অন্যথা সুপ্রিম কোর্ট মধ্যস্থতা করলেও হবে না কোনও লাভ।একদিকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে যেমন একাধিক আর্জি জমা পড়েছে সুপ্রিম কোর্টে, তেমনই প্যানডেমিক পরিস্থিতিতে কৃষক আন্দোলনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে অনেক। আজ প্রধান বিচারপতি এস এ বোবদে-র বেঞ্চ কৃষক আন্দোলন সম্পর্কিত একাধিক মামলার শুনানি করবেন। এর আগেও কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রকে কার্যত ধমক দিয়েই আদালত জানিয়েছিল, এভাবে আলোচনার মাধ্যমে কোনও সমাধানে পৌঁছনো সম্ভব নয়। সেই সময় কেন্দ্রের তরফে জানানো হয়, দুই পক্ষের মধ্যে সুস্থ আলোচনা হচ্ছে। এর জবাবে শীর্ষ আদালত বলে, “আমরা পরিস্থিতি বুঝতে পারছি এবং আলোচনার জন্য উৎসাহও দিচ্ছি। আপনারা যদি সোমবার আবেদন জমা দেন, তবে মামলা মুলতুবি করা যেতে পারে।”তবে আদালতের বিরুদ্ধে নিজেদের অবস্থান ফের একবার স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র। তাঁরা জানিয়েছেন, আন্দোলন থামানোর একমাত্র পথ হল কৃষি আইন প্রত্যাহার। এতে সুপ্রিম কোর্টের কোনও ভূমিকা নেই।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সামাজিক ক্ষেত্রে অসহিষ্ণুতার প্রতিফলন বর্ণবিদ্বেষ