কলকাতা: কোকেন কাণ্ডে ধৃত বিজেপি নেত্রী পামেলা গোস্বামী চাঞ্চল্যকর দাবি করলেন। নাম জড়ালো এবার রাকেশ সিংয়ের। শুক্রবার নিউ আলিপুর কোর্টে আনা হয় পামেলাকে। এদিন তাঁর অভিযোগের তির গেরুয়া শিবিরের নেতা রাকেশ সিং দিকে।শুক্রবার নিউ আলিপুর থানা থেকে ১০০ গ্রাম কোকেন-সহ পামেলাকে গ্রেফতার করা হয়। সঙ্গে প্রবীর দে নামে একজনকেও গ্রেফতার করে কলকাতা পুলিশ। গ্রেফতারির পর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় অবশ্য ‘বাচ্চা মেয়ে’-কে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন। তবে কিছুটা সতর্কতার সুরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, বিষয়টি নিয়ে ভালোভাবে জানেন না। তদন্ত ছাড়া কারও উপর দোষ দেওয়া ঠিক নয়। তারইমধ্যে শনিবার পামেলা, তাঁর রক্ষী, গাড়ির চালক এবং প্রবীরকে আলিপুর আদালতে তোলা হয়। আদালতে যাওয়ার সময় বাকি তিনজন চুপচাপ চলে যান। কিন্তু সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই চিৎকার করে ওঠেন পামেলা। দাবি করেন, রাজনৈতিক কারণে তাঁকে ফাঁসিয়েছেন রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক রাকেশ। তাঁকে গ্রেফতারের দাবি তোলেন। তাৎপর্যপূর্ণভাবে সিআইডি তদন্তেরও দাবি তোলেন।
in বাংলা, ব্রেকিং নিউজ, রাজনীতি, শিরোনাম
ধৃত বিজেপি নেত্রী পামেলার অভিযোগের তির রাকেশের দিক
- 2shares
- 2shares