ঘাটাল: শনিবার পূর্বঘোষিত মত সাংসদ দেবের এলাকায় রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘দিদির দূত’ ভ্যানে করে দাসপুর থেকে ঘাটালে মিছিল করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এদিন সাংসদ দেবকে দেখা যায়নি অভিষেকের রোড শোতে। এদিনের রোড শোয়ের শেষে ফের একবার অধীকারী পরিবারের বিরুদ্ধে তোপ দাগেন সাংসদ অভিষেক। বিরাট মিছিলের শেষে অভিষেক জানান, ‘মেদিনীপুর কারোর বাবার সম্পত্তি নয়। ঘাটালবাসীর সম্পত্তি, দাসপুরবাসীর সম্পত্তি, মেদিনীপুর বাসীর সম্পত্তি। হারাতে হবে, মেদিনীপুরে জমানত জব্দ হবে বিজেপি। সবকটি আসনে জিততে হবে। খেলা হবে। সকলেই এখন থেকে সবুজ আবীর কিনে রাখুন, আগামী ২ মে অকাল হোলি খেলা হবে।’
এদিনের রোড শো শেষে অভিষেক আরও একবার ‘বহিরাগত; তত্বে শান দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘ বহিরাগতদের নিয়ে বাংলায় ভোট হবে না। বাংলায় ভোট করবে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, যুবশ্রী পাওয়া ছেলে-মেয়েগুলো।’ এর আগেও মেদিনীপুরের মাটি থেকে বিজেপি ও অধিকারী পরিবারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সাংসদ অভিষেক। কাঁথির সভা থেকে খোলাখুলি শুভেন্দুকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।