নয়াদিল্লি: লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা বাজেটের প্রশংসায় পঞ্চমুখ হলেন মোদি। ‘আত্মনির্ভর ভারত’ গড়তে, যুবকদের কর্মসংস্থান ও কৃষকদের আয় বাড়াবে এই বাজেট বলে দাবি করেন প্রধানমন্ত্রী।
কৃষক থেকে যুবসমাজ, মহিলা থেকে সরকারি চাকরি, ২০২১-২০২২ অর্থবর্ষের বাজেট সকলের জন্য। এই বাজেট ‘সবকা বাজেট’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই বাজেটে জোর দেওয়া হয়েছে ব্যবসার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে ও সুখ-স্বাচ্ছ্যেন্দের সঙ্গে বাঁচার দিকে। মোদি জানিয়েছেন, ২০২১-এর বাজেট করোনার অতিমারীর কথা মাথায় রেখে সাজানো। এই বাজেটে ‘আত্ম-নির্ভর ভারত’ গড়ায় জোর দেওয়া হয়েছে, যার ফলে অর্থনীতিতে জোর বাড়ানো হবে ভারতে।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, আজকের বাজেট দেশের আত্মবিশ্বাস বাড়াবে। এই বাজেটের একটি লক্ষ্য আছে। একটা টালমাটাল পরিস্থিতিতে বানানো হয়েছে এই বাজেট। সমাজের কথা চিন্তা করেই বানানো হয়েছে এই বাজেট। এবারের বাজেটে কৃষি ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে, যাতে কৃষকদের আয় বাড়ানো হবে। গ্রাম ও কৃষকেরা দেশের হৃদয়। মান্ডির ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হয়েছে, যাতে কৃষকদের আয় বাড়ে। এই বাজেট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ভারতের মূল হল কৃষক ও গ্রামীণ মাধ্যম। তিনি আরও জানিয়েছেন, জনগণের উপর চাপ না বাড়িয়ে এই বাজেট করা হয়েছে। স্বচ্ছতার সঙ্গে বাজেট গড়তে বদ্ধপরিকর এই সরকার। এই বাজেট শিল্পের সংস্থানের ক্ষেত্রে নতুন দিশা খুলবে। মানবসম্পদের ব্যবহার বাড়বে, যুবকদের কাজের চাহিদা বাড়বে। পরিকাঠামো, শিল্প, বিনিয়োগে নতুন দিশা দেখাবে এই রাজ্যে। এই বাজেট ভারতের থেমে যাওয়া অর্থনীতিকে চাঙ্গা করবে।