in বাংলা, , রাজনীতি,

‘বাংলা নিজের মেয়েকে চায়’ স্লোগান লঞ্চ অভিষেকের

নাগরাকাটা: নাগরাকাটার জনসভা থেকে ‘বহিরাগত’ ইস‍্যু তুলে বিজেপিকে ফের আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে নির্বাচনের আগেই তৃণমূলের নতুন শ্লোগান ‘বাংলা নিজের মেয়েকে চায়’ লঞ্চ করা হয় শনিবার। আর এই শ্লোগানকেই সামনে রেখে নাগরাকাটায় ফের একবার বিজেপিকে ‘বহিরাগত’ ইস্যুতে কটাক্ষ করলেন অভিষেক। এরই সঙ্গে অভিষেক জনগণকে বলেন, ‘বিজেপি ভোটের আগে টাকা দিলে নিয়ে নেবেন আর ইভিএমে জোড়াফুলে ছাপ দেবেন। এক ফুল থেকে নেবেন আর অন্য ফুলে ছাপ দেবেন।’ আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় নিজের মেয়েই শাসন করবে।

২৫০-এর উপর আসন পেয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, জনসভায় এই বক্তব্য রাখেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘কাকে ভোট দেবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। আমরা ক্ষমতায় এলে আগামী পাঁচ বছর মাথা নীচু করে কাজ করব। আপনারা কি চান বাংলার মেয়ে দিল্লির কাছে মাথা নত করুক?’মাত্র কয়েকদিনের প্রস্তুতেই জলপাইগুড়ির নাগরাকাটায় শনিবার জনসভা করেন অভিষেক, আর সেই সভার ভিড় দেখে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি সভা থেকে জানিয়েছেন, নাগরাকাটায় এসে মানুষের গর্জন দেখে যাও বিজেপি। পাগলা খাবি কি ঝাঁঝে মরে যাবি।’ এরই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আচ্ছে দিনে’র দাবিকে কটাক্ষ করে ডায়মন্ডহারবারের সাংসদ।

What do you think?

0 points
Upvote Downvote

Written by News Editor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুপস্থিত মমতা, ডবল ইঞ্জিন সরকারে জোর মোদীর

ধৃত বিজেপি নেত্রী পামেলার অভিযোগের তির রাকেশের দিক