নিজস্ব প্রতিনিধি: গত ৫০ বছরের গনহত্যার ইতিহাস নিয়ে তৈরি ছবি “সাঁইবাড়ি থেকে সন্দেশখালি”
মুক্তি পেল কলকাতা প্রেস ক্লাবে। সেখানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ও বঙ্গবাসী কলেজের ইতিহাসের অধ্যাপক দেবাশীষ চৌধুরী, ছবিটির পরিচালক সংঘমিত্রা চৌধুরী, এছাড়াও ছিলেন শিল্পী ও কলাকুশলীরা। সাঁইবাড়ি থেকে সন্দেশখালি ছবিটির পরিচালক সংঘমিত্রা চৌধুরী বলেন, ২০১৯ সালে আমরা প্রথম এই ছবিটি করার পরিকল্পনা করি।
ছবিটির প্রযোজক বেশ কয়েকজন অনাবাসী বাঙালি। “বাংলা আবার” নামের একটি প্রবাসী বাঙ্গালীদের সংগঠন এটির প্রযোজনা করে।
আমেরিকার বোস্টন এর বাসিন্দা কাঞ্চন ব্যানার্জির ব্রেইনচাইল্ড বলা যায় এই ছবিটি।
পরিচালক সংঘমিত্রা চৌধুরী বলেন, ”যেসব কোনদিন ইতিহাসের পাতাতেই ওঠেনি যেমন মরিচঝাঁপির গণহত্যা কিংবা সাঁইবাড়ি হত্যাকান্ড, সেসব গুলোকে নতুন রূপে তুলে ধরাই ছিল আমাদের উদ্দেশ্য। তারপর সিঙ্গুর, নন্দীগ্রাম, বাংলার বিভিন্ন অঞ্চলে সংঘটিত হওয়া দাঙ্গা ও রাজনৈতিক হিংসা ও হত্যার প্রেক্ষাপটে তৈরি এই ডকুফিচার। এইসব নারকীয় হত্যাকাণ্ডের কথা অধিকাংশ মানুষই জানে না জানলেও সম্যক ধারণা কারো তেমন নেই, বিশেষ করে এই প্রজন্মের ছেলেমেয়েদের। আমি এটিকে একটি ডকুফিচার আকারের বানিয়েছি এবং অনেক ঘটনার, যার কোন ডকুমেন্টেশন নেই সেগুলোকে আমরা নতুন করে সেট তৈরি করে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রায়ন করেছি।
ছবিটা অনেকদিন আগেই মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু করোনার কারণে আমাদের রিলিজ করতে দেরি হল।”
in বাংলা, ব্রেকিং নিউজ, রাজনীতি, শিরোনাম
সাঁইবাড়ি থেকে সন্দেশখালি
- 2shares
- 2shares