in বিদেশ, ,

শান্তিতে নোবেলের জন্য মনোনীত ট্রাম্প,থুনবার্গ ও নাভালনি

নিউইয়র্ক: চলতি বছরেও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গের নামও এই পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে। ট্রাম্প এবং থুনবার্গ ছাড়াও পুতিনবিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও তার ‘কোভ্যাক্স’ কর্মসূচি এবং ‘ন্যাটো’ জোটের নামও শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এছাড়া মনোনয়ন পেয়েছে জাতিসংঘের শরণার্থী সংগঠন ‘ইউএনএইচসিআর’-এরও। জানা গেছে, রবিবারই ছিল নোবেল কমিটির কাছে মনোনয়ন জমা পড়ার শেষ দিন। নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে অক্টোবরের প্রথম সপ্তাহে। বিশ্বের সব দেশের সংসদ ও পার্লামেন্টের সদস্য থেকে শুরু করে নোবেলজয়ী, সকলেই তাদের পছন্দের ব্যক্তির নাম নোবেল পুরস্কার পাওয়ার জন্য মনোনয়ন হিসাবে জমা দিতে পারেন নোবেল কমিটির কাছে।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজেপিতে যোগ দিয়েই ডুমুরজলার সভা থেকে হুঙ্কার রাজীবের