in দেশ, বিদেশ, ,

দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণ

নয়াদিল্লি: দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনায় এখনও কারও হতাহতের খবর পাওয়া না গেলেওতবে বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাতিল হয়েছে তার বঙ্গ সফরও।দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে প্রচণ্ড শব্দে কেঁপে উঠে দূতাবাস সংলগ্ন এলাকা। জানা যায়, দূতাবাস থেকে প্রায় ৫০ মিটার দূরে জিন্দাল হাউসে আইইডি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি না ঘটলেও গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে এটা সন্ত্রাসবাদী হামলা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা NIA-র তদন্তকারী দল। ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকা জানিয়েছেন দূতাবাসের সমস্ত কর্মীরা সুরক্ষিত আছেন।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ : মোদি